আন্তর্জাতিক ডেস্ক: জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, ফিলিস্তিনের ব্যাপারে ও তার দেশের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হয়েছিল। তবে জর্ডান তা থেকে উত্তরণ করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার তিনি এ কথা বলেন।
রয়েল দিওয়ান তথা বাদশার প্রধান নির্বাহী কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ বলেন যে ফিলিস্তিনের ব্যাপারে তার দেশের অবস্থান স্পষ্ট ও অপরিবর্তিত। তা হচ্ছে, ফিলিস্তিনের জন্য জর্ডান যথাসম্ভব সব ধরনের সমর্থন ও সহযোগিতা অব্যাহত রাখবে।
তিনি আরো উল্লেখ করেন, ফিলিস্তিনিদের সাহায্যের জন্য একটি নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত সমাধানে মিত্র দেশগুলোসহ যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ন দেশের সাথে আলোচনা অব্যাহত রাখবে জর্ডান।
ফিলিস্তিন অঞ্চলে ইসরায়েলি দীর্ঘ দখলদারিত্বের অবসানে একটি রাজনৈতিক পথ বের করার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জর্ডান নেতৃত্ব দেবে ও অংশগ্রহণ করবে বলেও জানান দেশটির বাদশাহ।
ফিলিস্তিনে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর বিরুদ্ধে একটি অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন তার সৎ ভাই ও সাবেক প্রিন্স হামজাহ বিন হুসেন। তবে বাদশাহর কার্যকর পদক্ষেপে তা ব্যর্থ হয়। এর আগে সৎ ভাই হামজার প্রিন্স (যুবরাজ) পদবি কেড়ে নিয়ে নিজের ছেলেকে ওই পদ দেন বাদশাহ।
সূত্র: ইয়ানি শাফাক