আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করেছেন দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক পরিচালক ইফ্রাইম হ্যালভি। সাবেক এই মোসাদ পরিচালকের অভিযোগ, নেতানিয়াহুর কারণে মোসাদের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম জেরুসালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইফ্রাইম হ্যালভি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু গোয়েন্দা বাহিনী মোসাদের ক্ষতি করেছেন। মোসাদের সাবেক পরিচালক বলেন, নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে জনসম্মুখে মোসাদের গোপন অভিযানের ক্রেডিট নিতেন। আর এতে তাদের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাবেক মোসাদ পরিচালক ইফ্রাইম হ্যালভি বলেন, নেতানিয়াহু জেনে-শুনেই গোপন অভিযানের ক্রেডিট নিয়েছেন। অথচ নিয়ম হলো- গোপন অভিযানের খবর প্রকাশ করা যাবে না, ক্রেডিট নেওয়া যাবে না।
হ্যালভি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০২ সালে মোসাদ প্রধানের দায়িত্ব থেকে অবসর নেন তিনি।
সাবেক এই গোয়েন্দা প্রধান মোসাদের সদ্য সাবেক প্রধান ইয়োসি কোহেনের বিদায় ও বর্তমান মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার অভিষেক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যেরও সমালোচনা করেন। তিনি বলেন,তারা গোয়েন্দা বাহিনীকে ক্রেডিট দেওয়ার পরিবর্তে নিজেদেরকে ফোকাস করতে চায়।
এনটি