আন্তর্জাতিক ডেস্ক: বাসের ওপর একটি পাঁচতলা ভবন ধসে পড়ার ঘটনায় অন্তত ৯ জন নিহত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
খবরে বলা হয়েছে— এ দুর্ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের শহর গাওয়াংজুতে।
দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ফায়ার এজেন্সি জানায়, ১৭ যাত্রী নিয়ে একটি বাস রাস্তায় দাঁড়ানো ছিল। পরে বাসটির ওপর ভবন ধসে পড়ে। এখন পর্যন্ত ভবনধসের কারণ জানা যায়নি।
উদ্ধারকর্মী কিম সিওক সান বলেন, ধসে পড়ার আগেই ভবন এলাকা থেকে সব কর্মী সরিয়ে নেওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভবনটি সরাসরি বাসের ওপর ধসে পড়ে।
১৯৯৫ সালের জুনে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভবনধসের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৫০০-এর বেশি মানুষ।
এনটি