আওয়ার ইসলাম ডেস্ক: আল্লামা শাহ আবরারুল হক হারদুঈ রহ. এর অন্যতম খলিফা, হাটহাজারী মাদরাসার সাবেক মুঈনে মুহতামিম ও ফটিকছড়ি তালীমুদ্দীন মাদরাসার মহাপরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ কাসেমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির, যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (ভারপ্রাপ্ত) সভাপতি ও আল হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।
আজ বুধবার (৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, ‘আল্লামা শাহ আবরারুল হক হারদুঈ রহ খলিফা ও ফটিকছড়ি তালিমুদ্দিন মাদরাসার মহাপরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ কাসেম রহ. একজন আল্লাহ ওয়ালা বুজুর্গ লোক ছিলেন। দীনের মহান এ সাধকের ইন্তেকালে আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’
এর আগে বুধবার (৯ জুন) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে চট্টগ্রামের ফটিকছড়ি থানার নিজ বাড়িতে ইন্তেকাল করেন হাফেজ মাওলানা মুহাম্মদ কাসেম। আগামীকাল সকাল ১০টায় ফটিকছড়ি তালিমুদ্দিন মাদরাসা ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুর সময় তিনি ৫ ছেলে, ৪ মেয়ে, স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এমডব্লিউ/