রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৮ আসামি আপিল বিভাগে খালাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নওগাঁর বদলগাছিতে প্রায় ২৭বছর আগের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৮ আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ।

আজ বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চ এই রায় দেন। এর মধ্যে মামলার মূল আসামি নুরুল ইসলাম মারা গেছেন। রায়ের পূর্নাঙ্গ কপি প্রকাশের পর খালাস দেয়ার কারণ জানা যাবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

২০০৫ সালের ১০ই জুলাই নওগাঁর আদালত মূল আসামি নুরুল ইসলামের মৃত্যুদণ্ড ও অন্য ১৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ২০২০ সালের ২৮শে নভেম্বর হাইকোর্ট নুরুল ইসলামের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

বাকি ১৮ জনের সাজাও বহাল রাখে হাইকোর্ট। ১৯৯৪ সালে নওগাঁর কেসাই গ্রামে পুকুরে মাছের পোনা ছাড়াকে কেন্দ্র করে টগর নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এঘটনায় ১৯ জনের নামে মামলা করে পরিবার।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ