আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে জাতীয় কুরআন হেফজ প্রশিক্ষণ প্রকল্পের ষষ্ঠ বার্ষিক প্রতিযোগিতার প্রাথমিক পর্বে সেদেশের ১২টি প্রদেশের মোট ৫০০ জন কুরআন হাফেজ অংশগ্রহণ করেছেন।
এ বিষয়ে দারুল কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান আলী হাদী কাজেমী বলেন দারুল কুরআনরে পক্ষ থেকে ইরাকের বিভিন্ন প্রদেশে ছেলে ও মেয়েদের জন্য দু’টি পৃথক বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
তিনি বলেন জাতীয় কুরআন হেফজ প্রতিযোগিতার প্রাথমিক পর্ব গত বুধবার (২য় জুন) থেকে শুরু হয়েছে। এই পর্বের প্রতিযোগিতা টানা দুই সপ্তাহ অব্যাহত থাকবে।
আলী হাদী কাজেমী আরও বলেন ইমাম হুসাইন রা. এর মাজারের পক্ষ থেকে গঠিত একটি কেন্দ্রীয় কমিটি প্রতিযোগিতার প্রাথমিক পর্ব বাস্তবায়ন এবং কুরআন হাফেজদের হেফজ এবং ক্বিরাত মূল্যায়নের তত্ত্বাবধানে আছেন। সূত্র: ইকনা।
-এটি