আওয়ার ইসলাম ডেস্ক: আমলাতন্ত্র ভালো। আর এই আমলাতন্ত্রের বিকল্প ফেরাউন এবং খলিফারাও বের করতে পারে নাই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
আজ মঙ্গলবার (০৮ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এমন মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, সোভিয়েত ইউনিয়নের সময় চীন আমলাতন্ত্র বাতিল করতে পারে নাই। আমলাতন্ত্র ভালো, মহান আমলাতন্ত্র আমাদের মধ্যেও আছে।
নিজে এক সময় ছোটখাটো আমলা ছিলেন উল্লেখ করে এম এ মান্নান বলেন, মনেপ্রাণে এখনও বড় আমলা আমি। আমার জীবনের শেষ সময় কেটেছে আমলাতন্ত্রের ভেতর।
আজ ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পগুলোতে মোট ব্যয় হবে ৬ হাজার ৬৫১ কোটি ৩৪ লাখ টাকা। এর মধ্যে সরকার দেবে ৫ হাজার ২১৯ কোটি ৮১ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ৭৯৮ কোটি ৩ লাখ টাকা এবং বিদেশি ঋণ ৬৩৭ কোটি ৫০ লাখ টাকা।
-এটি