আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলামে বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (৭ জুন) সকাল ১১ টা ১৫ মিনিটে খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে হেফাজত ইসলামের নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতিত্ব করেন মাওলানা নূরুল ইসলাম জিহাদ। ঘোষিত কমিটিতে একটি উপদেষ্টা কমিটি, একটি খাস কমিটি ও ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা সাজিদুর রহমান (বি.বাড়ীয়া), মাওলানা ইয়াহইয়া (হাটহাজারী), মাওলানা আতাউল্লাহ হাফিজ্জী (কামরাঙ্গিরচর), মহিউদ্দীন রাব্বানী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধূরী, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, মাওলানা হাবিবুর রহমান কাসেমী, (নাজিরহাট), মাওলানা আনাস (ভোলা), মাওলানা মুবারাকুল্লাহ (বি. বাড়ীয়া), মাওলানা মাহমুদ আলম (পঞ্চগড়), আইয়ুব বাবুনগরী, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক হাফিজ্জি (মোমেনশাহী), আনোয়ারুল করীম (যশোর), মাওলানা মুশতাক, (খুলনা), মীর ইদ্রীস (হাটহাজারী), মাওলানা জহুরুল ইসলাম (খিলগাঁও)সহ অন্যান্য আলেমগণ।
এ সময় ঘোষণা করা হয় ৯ সদস্য বিশিষ্ট একটি কেন্দ্রীয় খাস কমিটি। কমিটিতে আছেন,
১। আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী
২। আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী
৩। আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী
৪। আল্লামা হাফেজ নূরুল ইসলাম, ঢাকা
৫। অধ্যক্ষ মিযানুর রহমান চৌধুরী, পীর সাহেব দেওনা
৬। আল্লামা সাজেদুর রহমান,ব্রাক্ষ্মনবাড়িয়া
৭। আল্লামা মুহিব্বুল হক, গাছবাড়ী সিলেট
৮। আল্লামা আব্দুল আউয়াল, নারায়নগঞ্জ
৯। আল্লামা মুহিউদ্দীন রব্বানী,সাভার ঢাকা
বিঃ দ্রঃ ১) উক্ত খাস কমিটি ‘মজলিসে শুরা’ হিসাবে বিবেচিত হবে।
২) হেফাজতের মুল পরিকল্পনাকারী হিসাবে বিবেচিত হবে।
৩) তাৎক্ষণিক প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।
মাওলানা নূরুল ইসলাম জিহাদী প্রেস ব্রিফিংয়ের শুরুতে বলেন, আপনারা দুইজন মুরুব্বির পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। একজন হেফাজতের উপদেষ্টা মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী, অন্যজন আহবায়ক মাওলানা জুনায়েদ বাবুনগরী। তারা উভয়ে জ্বরাক্রান্ত। তাই উপস্থিত হতে পারেননি।
এমডব্লিউ/