আওয়ার ইসলাম ডেস্ক: যারা আটক হয়েছেন। তাদের যেন শারীরিক ও মানসিকভাবে কোনো নির্যাতন না করা হয়। একই সঙ্গে তাদের অবিলম্বে মুক্তি দেয়া হয়। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েও বলেছি। হেফাজতে ইসলামের কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন হেফাজতের নতুন মহাসচিব মাওলানা নূরুল ইসলাম জিহাদী।
আজ সোমবার (৭ জুন) সকাল ১১ টা ১৫ মিনিটে খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে হেফাজত ইসলামের নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতিত্ব করেন মাওলানা নূরুল ইসলাম জিহাদি। ঘোষিত কমিটিতে একটি উপদেষ্টা কমিটি, একটি খাস কমিটি ও ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা সাজিদুর রহমান (বি.বাড়ীয়া), মাওলানা ইয়াহইয়া (হাটহাজারী), মাওলানা আতাউল্লাহ হাফিজ্জী (কামরাঙ্গিরচর), মহিউদ্দীন রাব্বানী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধূরী, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, মাওলানা হাবিবুর রহমান কাসেমী, (নাজিরহাট), মাওলানা আনাস (ভোলা), মাওলানা মুবারাকুল্লাহ (বি. বাড়ীয়া), মাওলানা মাহমুদ আলম (পঞ্চগড়), আইয়ুব বাবুনগরী, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক হাফিজ্জি (মোমেনশাহী), আনোয়ারুল করীম (যশোর), মাওলানা মুশতাক, (খুলনা), মীর ইদ্রীস (হাটহাজারী), মাওলানা জহুরুল ইসলাম (খিলগাঁও)সহ অন্যান্য আলেমগণ।
এমডব্লিউ/