আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহী সমর্থিত সশস্ত্র বাহিনী সৌদি আরবের দক্ষিণে খামিস মুশাইত এলাকায় 'কিং খালিদ' বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। ইরানের সংবাদমাধ্যম পার্সটুডে জানায়, রোববার (৬ জুন) ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি হামলার কথা নিশ্চিত করেছেন।
এ সময় তিনি বলেন, কিং খালিদ বিমান ঘাঁটিতে কে-টু ড্রোনের সাহায্যে নিখুঁত আঘাত হানা হয়েছে। তিনি আরও বলেন, ইয়েমেনে অব্যাহত সৌদি আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে। অন্যদিকে সৌদি সংবাদমাধ্যম দাবি করেছে, তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ইয়েমেনি ড্রোনটি ভূপাতিত করেছে।
গত কয়েক সপ্তাহে কিং খালিদ বিমানঘাঁটিতে এ নিয়ে কয়েক দফা হামলা চালাল ইয়েমেনের সশস্ত্র বাহিনী। কয়েক দিন আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের আরামকো তেল স্থাপনায় ছয়টি ড্রোনের সাহায্যে হামলা চালায় তারা।
গত কয়েক মাসে হুথি বিদ্রোহী গোষ্ঠী সমর্থিত ইয়েমেনি সেনারা সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও তেল স্থাপনায় হামলা চালাচ্ছে। তাদের দাবি- সৌদি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা তারা অব্যাহত রাখা হবে।
-এএ