আওয়ার ইসলাম ডেস্ক: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মিলনায়তনে নির্মাণ তদারকি সাব-কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেফাকের সভাপতি (ভারপ্রাপ্ত) আল্লামা মাহমুদুল হাসান। সভায় বেফাকের সামাদনগরস্থ নির্মাণাধীন ১১ তলা ভবনের নির্মাণকাজ সম্পর্কে পর্যালােচনা করা হয়।
আজ ২৫ শাওয়াল ১৪৪২ হিজরী মােতাবেক ০৭ জুন রােজ সােমবার অনুষ্ঠিত এ সভায় সভাপতি আল্লামা মাহমুদুল হাসান বর্তমান সময়ে মাদরাসা খােলার ব্যাপারে বেফাকের অব্যাহত চেষ্টা সম্পর্কে সকলকে অবগত করেন। পাশাপাশি সকল মাদরাসা কর্তৃপক্ষকে দোয়ার এহতেমাম করার আহ্বান জানান।
অতঃপর সভাপতি (ভারপ্রাপ্ত) আল্লামা মাহমুদুল হাসান সাহেব ও মহাসচিব (ভারপ্রাপ্ত) মাওলানা মাহফুজুল হক সাহেব বেফাকের ভবন নির্মাণ তদারকি সাব-কমিটির সদস্যদের সাথে নিয়ে নির্মাণাধীন ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং মূল কাজের উদ্বোধন করেন। উদ্বোধনকালে সম্মানিত সভাপতি সহ উপস্থিত সকল সদস্য নির্মাণ কাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
অনুষ্ঠানে আরাে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা নূর আহমাদ কাসেম, বেফাকের সহ-সভাপতি মাওলানা মুছলেহ উদ্দিন রাজু, মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ যুবায়ের, মাওলানা আখতার হােসাইন, ইঞ্জিনিয়ার মাে. বেলাল হােসেন, ইঞ্জিনিয়ার মাে. মনােয়ার প্রমুখ।
সভাপতির দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘােষণা করা হয়।
-এটি