আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলামে বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (৭ জুন) সকাল ১১ টা ১৫ মিনিটে খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে হেফাজত ইসলামের নতুন কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতিত্ব করেন মাওলানা নূরুল ইসলাম জিহাদি। ঘোষিত কমিটিতে একটি উপদেষ্টা কমিটি, একটি খাস কমিটি ও ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা সাজিদুর রহমান (বি.বাড়ীয়া), মাওলানা ইয়াহইয়া (হাটহাজারী), মাওলানা আতাউল্লাহ হাফিজ্জী (কামরাঙ্গিরচর), মহিউদ্দীন রাব্বানী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধূরী, মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী, মাওলানা হাবিবুর রহমান কাসেমী, (নাজিরহাট), মাওলানা আনাস (ভোলা), মাওলানা মুবারাকুল্লাহ (বি. বাড়ীয়া), মাওলানা মাহমুদ আলম (পঞ্চগড়), আইয়ুব বাবুনগরী, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক হাফিজ্জি (মোমেনশাহী), আনোয়ারুল করীম (যশোর), মাওলানা মুশতাক, (খুলনা), মীর ইদ্রীস (হাটহাজারী), মাওলানা জহুরুল ইসলাম (খিলগাঁও)সহ অন্যান্য আলেমগণ।
প্রেস ব্রিফিংয়ে মাওলানা নূরুল ইসলাম জিহাদি লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন,
প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন ২০১০ সালে হাটহাজারী মাদরাসার তৎকালীন মহাপরিচালক দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. ইমান-আকিদা রক্ষার উদ্দেশ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশ নামে একটি ধর্মীয় আধ্যাত্মিক ও অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করেন। মৃত্যু অবদি সূচারুরূপে এই সংগঠনের আমীরের দায়িত্ব আঞ্জামদেন। তাঁর মৃত্যুর পর এর নেতৃত্ব আসে শাইখুল ইসলামের হাতে গড়া শাগরেদ ও খলীফাদের ওপর। আলহামদু লিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে প্রতিষ্ঠাকালীন চিন্তা-চেতনাকে ধারণ করে হেফাজত স্বীয় কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখেছে।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ, গত ২৫ এপ্রিল ২০২১ উদ্ভূত পরিস্থিতির কারনে হেফাজতে ইসলামের আমির শাইখুল হাদিস আল্লামা জুনাইদ বাবুনগরী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শক্রমে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। একই সাথে সেদিন হেফাজতের প্রধান মুরব্বী মুজাহিদে মিল্লাত আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীকে প্রধান উপদেষ্টা, আল্লামা জুনাইদ বাবুনগরীকে আমীর ও আল্লামা নুরুল ইসলামকে মহাসচিব আল্লামা সালাউদ্দীন ও অধ্যক্ষ মিজান চৌধুরী, পীর সাহেব দেওনাকে সদস্য করে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এবং সিদ্ধান্ত হয় যে, এই আহ্বায়ক কমিটি দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এরই ধারাবাহিকতায় আজ ৭ জুন ২০২১ দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম-উলামাদের সাথে পরামর্শক্রমে উক্ত আহবায়ক কমিটির পক্ষ হতে হেফাজতে ইসলামের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
৩৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি:
আমীর: ১। হযরত আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী
নায়েবে আমীর: ২। হযরত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী
৩। হযরত মাও. আবদুল হক, মোমেনশাহী
৪। হযরত মাও. সালাহ উদ্দীন নানুপুরী
৫। অধ্যক্ষ মীযানুর রহমান চৌধুরী, পীর সাহেব দেওনা
৬। হযরত মাও. মুহিব্বুল হক, গাছবাড়ী, সিলেট
৭। হযরত মাও. ইয়াহইয়া, (হাটহাজারী মাদরাসা)
৮। হযরত মাও. আব্দুল কুদ্দুস (ফরিদাবাদ মাদরাসা)
৯। হযরত মাও. তাজুল ইসলাম (পীর সাহেব ফিরোজশাহ্)
১০। হযরত মাও. মুফতী জসিমুদ্দীন, (হাটহাজারী মাদরাসা)
মহাসচিব: ১১। হযরত মাওলানা হাফেজ নূরুল ইসলাম, ঢাকা
যুগ্নমহাসচিব: ১২। হযরত মাওলানা সাজেদুর রহমান, ব্রাক্ষ্মণবাড়িয়া
১৩। হযরত মাও. আব্দুল আউয়াল, নারায়নগঞ্জ
১৪। হযরত মাও. লোকমান হাকীম, চট্টগ্রাম
১৫। হযরত মাও. আনোয়ারুল করীম, যশোর
১৬। হযরত মাও.আইয়ুব বাবুনগরী।
সহকারী মহাসচিব: ১৭। হযরত মাও. জহুরুল ইসলাম, মাখজান
১৮। হযরত মাও. ইউসুফ মাদানী (সাহেবজাদা, আল্লামা শাহ আহমদ শফি)
সাংগঠনিক সম্পাদক: ১৯। হযরত মাও. মীর ইদ্রিস, (চট্টগ্রাম)
অর্থসম্পাদক: ২০। হযরত মাও. মুফতী মুহাম্মদ আলী (মেখল)
সহ- অর্থসম্পাদক: ২১। হযরত মাও. মুফতী হাবিবুর রহমান কাসেমী, (নাজিরহাট)
প্রচার সম্পাদক: ২২। হযরত মাও. মুহিউদ্দীন রব্বানী, সাভার ঢাকা
সহ-প্রচার সম্পাদক: ২৩। হযরত মাও. জামাল উদ্দীন. কুড়িগ্রাম
দাওয়াহ বিষয়ক সম্পাদক: ২৪। হযরত মাও. আবদুল কাইয়ুম সোবহানী, (উত্তরা, ঢাকা)
সহকারী দাওয়াহ বিষয়ক সম্পাদক: ২৫। হযরত মাও. ওমর ফরুক (নোয়াখালী)
সদস্যবৃন্দ:
২৬। হযরত মাও. মোবারাকুল্লাহ, (বি-বাড়িয়া)
২৭। হযরত মাও. ফয়জুল্লাহ, পীর সাহেব, মাদানীনগর
২৮। হযরত মাও. ফোরকানুল্লাহ খলিল, দারুল মায়ারেফ, চট্টগ্রাম
২৯। হযরত মাও. মোশতাক আহমদ, খুলনা দারুল উলূম
৩০। হযরত মাও. রশিদ আহমদ, কিশোরগঞ্জ
৩১। হযরত মাও. আনাস, ভোলা
৩২। হযরত মাও. মাহমুদল হাসান, ফতেহপুরী
৩৩। হযরত মাও. মাহমুদুল আলম, পঞ্চগড়
বিঃ দ্রঃ ১) ভবিষ্যতে প্রত্যেক জেলা কমিটির সভাপতি পদাধিকার বলে কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে বিবেচিত হবে।
২) জেলা কমিটির সভাপতি ও সেক্রেটারী অরাজনৈতিক ব্যক্তি হতে হবে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি:
প্রধান উপদেষ্টা: ১। আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী
উপদেষ্টা: ২। আল্লামা মুফতী আব্দুসসালাম, চাটগামী
৩। আল্লামা সুলতান যওক নদভী
৪। আল্লামা আব্দুল হালীম বোখারী, পটিয়া
৫। আল্লামা নুরুল ইসলাম আদীব, ফেনী
৬। আল্লামা আব্দুল মালেক হালীম
৭। আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী, মোমেনশাহী
৮। আল্লামা রশিদুর রহমান ফারুক বর্ণভী,
৯। আল্লামা নূরুল হক, বটগ্রাম, কুমিল্লা
১০। আল্লামা আবুল কালাম, মুহাম্মদপুর
১১। আল্লামা শিব্বির আহমাদ, নোয়াখালী
১২। আল্লামা জালাল আহমাদ, ভূজপুর
১৩। আল্লামা আশেক এলাহী, উজানী
১৪। আল্লাম হা. হাবিবুল্লাহ. বাবুনগরী
১৫। আল্লামা আব্দুর বাছীর, সুনামগঞ্জ
১৬। আল্লামা আফজালুর রহমান, ফেনী
হেফাজতে ইসলাম বাংলাদেশের ৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় খাস কমিটি:
১। আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী
২। আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী
৩। আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী
৪। আল্লামা হাফেজ নূরুল ইসলাম, ঢাকা
৫। অধ্যক্ষ মিযানুর রহমান চৌধুরী, পীর সাহেব দেওনা
৬। আল্লামা সাজেদুর রহমান, ব্রাক্ষ্মনবাড়িয়া
৭। আল্লামা মুহিব্বুল হক, গাছবাড়ী সিলেট
৮। আল্লামা আব্দুল আউয়াল, নারায়নগঞ্জ
৯। আল্লামা মুহিউদ্দীন রব্বানী, সাভার ঢাকা
বিঃ দ্রঃ ১) উক্ত খাস কমিটি ‘মজলিসে শুরা’ হিসাবে বিবেচিত হবে।
২) হেফাজতের মুল পরিকল্পনাকারী হিসাবে বিবেচিত হবে।
৩) তাৎক্ষণিক প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।
এমডব্লিউ/