ইয়াহইয়া বিন আবু বকর।।
কঠিন অবরোধ ও রক্তক্ষয়ী দীর্ঘ সংঘর্ষের পর সরকারি বাহিনী থেকে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশের পাঁচটি গুরুত্বপূর্ণ জেলা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে তালেবান সেনারা৷ সংবাদ ডেইলি ইসলাম পাকিস্তানের৷
গতকাল (৬ জুন) রোববার পত্রিকাটির এক প্রতিবেদনে জানা যায়, তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ একাধিক টুইটের মাধ্যমে লিখেছেন যে, আফগানিস্তানের জাবুল, উরুজগান, গজনী ও নূরস্তানের গুরুত্বপূর্ণ জেলাগুলি সরকারি বাহিনী থেকে পুনরায় দখলে নিয়েছে।
কিছুদিন আগেও গুরুত্বপূর্ণ আরো চারটি জেলা দখল করেছে বলে দাবি করেছে তালেবান৷ এভাবে, তারা মোট ৯ টি জেলার উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।
এদিকে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান তালেবানদের দাবি অস্বীকার করে আন্তর্জাতিক নিউজ এজেন্সিকে বলেছে যে, আফগান সুরক্ষা বাহিনী মূলত কৌশলগতভাবে পিছু হটেছে৷
আফগান মিডিয়া অনুসারে, তালেবান যোদ্ধারা জাবুলসহ পাঁচটি প্রদেশের বিভিন্ন জেলায় প্রবেশ করে এবং সুরক্ষা বাহিনীর চেকপয়েন্টগুলি লক্ষ্য করে আক্রমণ করে বসে৷ এভাবে এক ভয়াবহ সংঘর্ষের পরে নিরাপত্তা কর্মীদের পিছু হটতে বাধ্য করে।
গত শনিবার (৫ জুন) বাগলান ও সমানগান (উত্তর) প্রদেশগুলিতে তালেবান যোদ্ধাদের দ্বারা চালিত হামলায় ১০ জনেরও বেশি নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। এছাড়াও গত ১ জুন তালেবানদের হামলায় ৪১জন নিরাপত্তাকর্মি নিহত হয়েছে৷
তালেবানরা এক বিবৃতিতে বলেছে যে, শুক্রবার( ৪ জুন) আফগান বিমানবাহিনী হেলমান্দ প্রদেশে বিমান হামলা চালিয়ে কমপক্ষে ৩০ জন বেসামরিক লোক হত্যা করেছে এবং ৭০০ জনকে আহত করেছে। সূত্র: আনাদোলু এজেন্সী ও ডেইলি ইসলাম পাকিস্তান
-এটি