আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসে সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে আজ শনিবার ভোর থেকে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয়েছে। গত বৃহস্পতিবার জেলা করোনা প্রতিরোধ কমিটি সপ্তাহব্যাপী এই লকডাউনের সিদ্ধান্ত নেয়।
চলমান লকডাউনে জরুরি পরিসেবা ব্যতীত জেলায় দূরপাল্লা ও অভ্যন্তরীণ যানবাহন চলাচল বন্ধ থাকবে। লকডাউনে রিক্সা, ভ্যান, নছিমন-করিমন, মোটরসাইকেলসহ সব ধরনের পরিবহন বন্ধ থাকার সিদ্ধান্ত হলেও সকাল থেকে জেলা শহরে রিক্সা-ভ্যান, ইজিবাইক স্বল্প পরিসরে চলাচল করছে।
তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পরিবহনে কোনো বাধা থাকবে না। কাঁচাবাজারসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের জন্য সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। তবে অন্যান্য দোকানপাট বন্ধ রয়েছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা জানান, শনিবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে নিয়ে ২ জন মারা গেছেন। হাসপাতালে ভর্তি ১০৫ জন রোগীর মধ্যে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৩৩ জন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সাতক্ষীরায় করোনা আক্রান্তের হার ৫৩ দশমিক ১৯ ভাগ। সাতক্ষীরা সদর, কলারোয়া ও কালিগঞ্জ উপজেলাগুলোতে করোনার সংক্রমণ বাড়ছে।
-এএ