রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


করোনায় মসজিদে নববিতে প্রবেশে ৮ শর্ত দিলো সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রক মসজিদুল হারাম ও মসজিদে নববিতে জিয়ারতকারীদের প্রবেশের জন্য বিভিন্ন শর্ত নির্ধারণ করেছে।

মসজিদে নববীর প্রতিরোধমূলক ব্যবস্থা কমিটি পবিত্র রমজান মাসে করোনাভাইরাস বিস্তার রোধে বিভিন্ন পন্থা এবং পরিকল্পনা ঘোষণা করেছে। পবিত্র রমজান মাসের শুরুতে এবং মসজিদে নববী পুনরায় খোলার সাথে সাথে চুক্তি মোতাবেক এই পদক্ষেপগুলি কার্যকর করা হয়েছ।

তবে মসজিদে নববীতে হযরত মুহাম্মাদ সা. এর পবিত্র রওজা জিয়ারতকারীদের প্রবেশের স্থগিতাদেশের ধারাবাহিকতায় বজায় রেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘোষণা করেছে: মসজিদে নববীর শুধুমাত্র ৪০ শতাংশ স্থান ব্যবহার করা হবে। তদনুসারে, মসজিদে নববীর সমস্ত কার্পেট তুলে নেওয়া হয়েছ এবং ঘোষণা করা হয়েছে যে, মুসল্লিরা মসজিদের মেঝেতে নামাজ আদায় করবেন।

মসজিদে নববিতে প্রবেশের শর্তসমূহ:

জিয়ারতকারী এবং মুসল্লিদের জন্য মসজিদে নববীতে প্রবেশের জন্য যেসকল শর্ত উল্লেখ করা হয়েছে সেগুলো নীচে তুলে ধরা হল:

১. যেসকল ব্যক্তি করোনাভাইরাসের টিকা নিয়েছেন, শুধুমাত্র তারই এই মসজিদে প্রবেশ করতে পারবেন। ২. সমন্বয়কারী দল যেসকল প্রশিক্ষণ দিচ্ছে সেগুলোর প্রতি মনোযোগ দিয়ে তা মেনে চলতে হবে। ৩. ব্যক্তিগত জিনিসপত্র মসজিদে সংরক্ষণ ও কোথাও না রেখে শরিয়ত মোতাবেক জিয়ারত করা।

৪. নামাজ পড়ার জন্য এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে মেঝেতে ইনস্টল করা চিহ্নগুলির প্রতি মনোযোগ দেওয়া। ৫. মেডিকেল মাস্ক ব্যবহার করা, সার্বক্ষণিক হাত পরিষ্কারের জন্য জীবাণুনাশক ব্যবহার করা এবং সমস্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা। ৬. ১৪ দিন আগে যারা করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন অথবা যারা করোনারি হার্ট ডিজিজ থেকে পুরোপুরি সুস্থ হয়েছেন তাদের জন্য পূর্বে থেকে প্রবেশের অনুমতি।

৭. প্রত্যেক মুসল্লি অথবা জিয়ারতকারী সর্বোচ্চ ১০ মিনিট মসজিদে অবস্থান করতে পারবেন। ৮. নির্দিষ্ট সময়ে মনোনীত স্থানে উপস্থিত হতে হবে। অন্যথায় তার অনুমতিপত্র বাতিল করা হবে।

-এটি


সম্পর্কিত খবর