রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


ভারতে কমেছে করোনায় মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনা ভাইরাসে মৃত্যু ধীরে ধীরে কমে আসছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন দুই হাজার ৭১৩ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৪০ হাজার ৭০২ জনে।

শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৭১৩ জনের। এর আগে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল দুই হাজার ৮৮৭ জনের। অর্থাৎ মৃত্যু ধীরে ধীরে কমছে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে এক লাখ ৩২ হাজার ৩৬৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত দুই কোটি ৮৫ লাখ ৭৪ হাজার ৩৫০ জন।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় লকডাউন আরোপসহ নানা পদক্ষেপ নেয় ভারত সরকার। ফলে সংক্রমণ ও মৃত্যু ধীরে ধীরে কমছে।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বে শুক্রবার সকাল পর্যন্ত ১৭ কোটি ২৯ লাখ ১০ হাজার ৯৬৬ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৭ লাখ ১৭ হাজার ৩২০ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এর পর ব্রাজিলে। তার পরই রয়েছে ভারত।

-এএ


সম্পর্কিত খবর