আওয়ার ইসলাম ডেস্ক: জামালপুরের বকশিগঞ্জ ও দেওয়ানগঞ্জ দুই উপজেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার (৪ জুন) বিকেল ৫টায় উপজেলার মেরুরচর ইউনিয়নের উজান কলকিহারা ও পূর্ব কলকিহারা গ্রামে বজ্রপাতের ৩ জনের মৃত্যু হয়।
মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জিহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেলে বৃষ্টির সময় পাটক্ষেত নিরানোর সময় উজান কলকিহারা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে আব্দুল খলিল (৬০)। একই গ্রামের মফিজুরের ছেলে হরবাদশাহ (৫০) ও আব্দুল খালেকের স্ত্রী আকিজা বেগম (৩৫) বৃষ্টিতে ক্ষর উঠাতে গিয়ে বজ্রপাতে মারা যায়।
বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট বজ্রপাতে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
একই সময়ে দেওয়ানগঞ্জে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া গ্রামের আবেল মিয়ার ছেলে আনা মিয়া (১৫) রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফেরার পথে চিকাজানী দীঘিরপাড় এলাকায় বজ্রপাতে তার মৃত্যু হয়।
-এএ