আওয়ার ইসলাম ডেস্ক: কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্মার্টফোন কিনে না দেয়ায় মা-বাবার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে নবম শ্রেণির এক ছাত্রে আত্মহত্যার করেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চন্দ্রখানা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রের নাম রানা মিয়া (১৪)। সে চন্দ্রখানা গ্রামের কৃষক নাছির উদ্দিনের ছেলে ও ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কুমার রায় জানান, নিহত রানা মিয়া তার মা-বাবার কাছে স্মার্টফোনের বায়না ধরেছিল। তার বাবা জমির ফসল তুলে তা বিক্রি করে ফোন কিনে দিতে চেয়েছিলেন ছেলেকে। এর মধ্যেই বুধবার বিকেলে স্মার্টফোনের জন্য বাবার কাছে আবারও বায়না ধরে রানা। কিন্তু তার বাবা নাসির উদ্দিন আগামী বুধবার ছেলেকে ফোন কিনে দিতে চেয়ে বাজারে চলে যান।
পরে অভিমানে রাতে ওই কিশোর তার শয়ন কক্ষের আড়ার সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার মামা শফিকুল তাকে ডাকলে কোনো সাড়া না পেয়ে পেছনের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের লোকজন। খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।
-এএ