নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>
যথাযথ সুরক্ষা নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ইসলামী আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখা। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০২০ সালে ৮ মার্চ করোনা রোগী শনাক্ত হওয়ার পর সরকার ১৭ মার্চ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন। দীর্ঘ ১৫ মাস অতিবাহিত হলেও বিভিন্ন অজুহাতে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকার অন্যান্য ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নিলেও শিক্ষাক্ষেত্রে কোন ব্যবস্থা নেয়নি।
দেশের সকল শিক্ষার্থীরা নিজের ভবিষ্যৎ নিয়ে আজ চরম উদ্বিগ্ন এবং অনিশ্চয়তার মধ্য দিয়েই তারা দিনাতিপাত করছে। তাই সরকারের নিকট অনতিবিলম্বে যথাযথ সুরক্ষা নিশ্চিতপূর্বক সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবি জানান বক্তারা।
জেলা সভাপতি মাওলানা হাফেজ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা কাউসার আজিজীর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- শ্রমিক আন্দোলন সভাপতি জামাল মৃধা, যুব আন্দোলনের সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের খাগড়াছড়ি শাখার সদস্য সচিব মাওলানা নুরুল কবির আরমান, ইশা ছাত্র আন্দোলন গুইমারা শাখার সভাপতি এস এম মহিউদ্দিন, ইসলামী আন্দোলন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা আলী হোসাইন কারিমী, শ্রমিক নেতা মুহা. আল মাওলানা তরিকুল ইসলাম, হাফেজ বশির উদ্দিন, ইকবাল মাহমুদ, ইসলামী আন্দোলন সদর শাখা সভাপতি আবুল কাশেম।
-এএ