আলী যুবায়ের খান
ময়মনসিংহ প্রতিনিধি>
ময়মনসিংহের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান কোরআন নিকেতন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা নুরুল আবসার মাসুম র. এর জীবন ও কর্ম শীর্ষক স্মরণ সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে ময়মনসিংহ কুরআন নিকেতন মাদরাসা’র মিলনায়তনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামিয়া আজমিয়া দারুল উলূম ঢাকার মুহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদ বলেন, এ যুগে একজন আলেম হওয়া, ডাক্তার হওয়া,ইন্জিনিয়ার হওয়া সহজ। কিন্তু একজন প্রকৃত মানুষ হওয়া কঠিন। মাওলানা মাসুম ছিলেন এ যুগের একজন প্রকৃত মানুষ।
কুরআন নিকেতন মাদরাসা’র পরিচালক এবং আবনায়ে কোরআন নিকেতনের সভাপতি মাওলানা ওয়ালি উল্লাহ বলেন, মাওলানা মাসুম একজন সাহসী ব্যক্তি ছিলেন, আমরা হেফজ খানা থেকে একসাথে বড় হয়েছি। উনি মৃত্যুর সময় জোরে জোরে কালেমা পাঠ করেছেন। আল্লাহ তাআলা উনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন।
কুরআন নিকেতন মাদরাসা’র প্রাক্তন ও বর্তমান ছাত্রদের সংগঠন ‘আবনায়ে কুরআন নিকেতন’এর উদ্যোগে পরিচালিত এ স্মরণ সভায় দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন।
মাওলানা আবু রায়হানের সঞ্চালনায় মাওলানা ওয়ালি উল্লাহর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- জামিয়া আরাবিয়া মাখযানুল উলুম মোমেনশাহীর মুহতামিম, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকার মুহতামিম মুফতি মাহমুদুল হাসান, জামিয়া মাদানিয়া বারিধারার শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, জামিয়াতুন নূর আল কাসেমিয়া ঢাকার মুহতামিম মাওলানা নাজমুল হাসান কাসেমী, ময়মনসিংহ বড় মসজিদের খতিব মাওলানা আব্দুল হক, মাওলানা হাবিবুল্লাহ রুশদী, আনওয়ারুল কুরআন মুহতামিম হাফেজ আব্দুল্লাহ, জামিয়া ইসলামিয়া ময়মনসিংহের মুহাদ্দিস মাওলানা রমিজুল ইসলাম প্রমুখ।
উল্যেখ্য, গত ১৮ মে চিকিৎসাধীন অবস্থায় মাওলানা নুরুল আবসার মাসুম মৃত্যুবরণ করেন।এরপর ১৯ মে জানাজা শেষে তাকে নিজের প্রতিষ্ঠিত মাদরাসার মাঠে দাফন করা হয়।
-এএ