আওয়ার ইসলাম ডেস্ক: ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিম কার্ডের ওপর সম্পূরক শুল্কহার ২০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব পাস হলে মোবাইলের সিম কার্ডের দাম বাড়বে।
জানা যায়, আগে সিম কার্ডের ওপর সম্পূরক ছিল ১৫ শতাংশ। এবারের ২০ শতাংশ আরোপ হলে তা দাঁড়াবে ৩৫ শতাংশে।
তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দেশের মোট চাহিদার ১০ শতাংশেরও কম সিম আমদানি করা হয়। ৯০ শতাংশ সিম দেশেই তৈরি হয়। ফলে সিম কার্ডে শুল্ক আরোপ হলেও তা খুব বেশি প্রভাব ফেলবে না। প্রসঙ্গত, দেশে এখন ৭টি প্রতিষ্ঠান সিম তৈরি করে।
বাজেট প্রতিক্রিয়ায় মোবাইল ফোন অপারেটর রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, দেশের ইতিহাসের সর্ববৃহৎ বাজেট প্রদানের জন্য সরকারকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই। প্রস্তাবিত এই বাজেট আসছে অর্থবছরে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও বেগবান করবে।
দুর্ভাগ্যজনকভাবে প্রস্তাবিত এই বাজেট দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে টেলিযোগাযোগ খাতের অবদানকে সর্বোচ্চ অবদান হওয়ার পথকে কিছুটা হলেও সংকুচিত করবে। এরপরেও আমরা সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে পরিপূর্ণ উদ্যমে কাজ করে যেতে চাই। অন্যদিকে বাজেট প্রস্তাবে স্মার্ট কার্ডে ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রস্তাব করা হয়েছে।
-এটি