বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

রাঙ্গুনিয়ায় দখলদারদের হামলায় ১৫ বনকর্মী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা বন বিটে শেখ রাসেল এভিয়ারী অ্যান্ড ইকোপার্ক এলাকায় অবৈধভাবে ঘর নির্মাণে বাধা দেয়ায় দখলকারীদের হামলায় রাঙ্গুনিয়া বন রেঞ্জ কর্মকর্তাসহ ১৫জন আহত হয়েছেন।

সোমবার (৩১ মে) সকাল ১১টার দিকে এভিয়ারী পার্কের জঙ্গল দক্ষিণ নিশ্চিন্তাপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে রেঞ্জ অফিসার মাসুম কবির (৪৫), এফজি মোহাম্মদ ইসমাইল হোসেন (২৫) , বাগান মালি জ্যোতির্ময় বড়ুয়াকে (৩০) রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাগান মালি আনোয়ার হোসেন (৫০), পার্কের কর্মী ইকবাল হোসেন (২৭), আব্দুল হাই (৪৫), মোহাম্মদ সাইফুল ইসলাম (৩২), মোহাম্মদ মাসুমকে (২৮) স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন হাসপাতাল ও ডাক্তারের কাছে চিকিৎসা দেয়া হয়েছে।

কোদালা বন বিট কর্মকর্তা হাসানুজ্জামান জানান, বাঁধা উপেক্ষা করে পার্কের জায়গায় গত কয়েক দিনে অবৈধভাবে ৩টি ঘর নির্মাণ করা হয়। সকালে রাঙ্গুনিয়া বন রেঞ্জের কর্মকর্তার নেতৃত্বে বনকর্মীরা ওই ঘর ভেঙে দিতে গেলে ৩০/৩৫ জনের দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর আক্রমণ করে। ধারালো দা, কিরিজ ও লাঠিসোঁটা দিয়ে কুপিয়ে এবং বেধড়ক আঘাত করেছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মিল্কী জানান, পার্কের জায়গায় অবৈধভাবে ঘর নির্মাণ এবং মারধরের ঘটনা স্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ