তরিকুল ইসলাম মুক্তার
ধোবাউড়া প্রতিনিধি>
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর বাজার থেকে রংসিংহপুর বাজার পর্যন্ত প্রায় ৩কি.মি. সড়কের বেহাল দশা। রাস্তায় বড় বড় গর্ত। ফলে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে রাস্তাটি।
সামান্য বৃষ্টিতে হাটুপানি জমে যায়। পথচারীরাও যাতায়াত করতে পারে না সে সময়। ৩কি.মি.-এর এই সড়কটি দ্রুত সংস্কারের জন্য দাবি করেছেন এলাকাবাসী ও পথচারীরা।
কলসিন্দুর থেকে দূর্গাপুর, বিরিশিরি, শীবগঞ্জে কয়েক হাজার মানুষ যাতায়াত করে। যাতায়াতকারীরা আতঙ্কের মধ্যে রয়েছে।
জানতে চাইলে গামারীতলা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, কলসিন্দুর বাজার থেকে রংসিংহপুর বাজার পর্যন্ত রাস্তার গর্ত ভরাট করতে প্রায় সময় ইটের সুরকি দেয়া হয়। এতে সাময়িক উপকার হয়। তবে কয়েকদিন পর আবার গর্ত দেখা দেয়। রাস্তাটি পাকা না করলে স্থায়ী সমাধান হবে না।
সহকারী ইঞ্জিনিয়ার মুহা. রফিক জানান, কলসিন্দুর থেকে মৌলভী বাজার পর্যন্ত টেন্ডারের জন্য পাঠানো হয়েছে। যা প্রক্রিয়াধীন রয়েছে। টেন্ডার পাশ হলেও কাজ শুরু করা হবে।
-এএ