আলী যুবায়ের খান
ফুুলপুর প্রতিনিধি>
বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়্যা বাংলাদেশের ৪৪তম বোর্ড পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল করেছে ফুুলপুর আদর্শ মাদরাসার শিক্ষার্থীরা।
জানা যায়, এ বছর মুতাওয়াসসিতাহ জামাতে মেধা তালিকা স্থান অধিকার করেছে ১৪জন শিক্ষার্থী। যথাক্রমে- ১৩তম নাইমুর রহমান,১৪তম হাবিবুল্লাহ, ১৫তম তরিকুল ইসলাম তরিক, ১৯তম মোফাজ্জল হুসাইন, ২০তম আবু রায়হান,২৫তম নাহিদ হাসান মারুফ, ২৭তম আবু হুরাইরা পাঠান, ২৭তম যৌথ আজহারুল ইসলাম, ২৯তম আবু বকর সিদ্দিক, ৪৪তম সাইফুল ইসলাম, ৫২তম মাহির হাসান আবিদ ,৫৫তম আলী জুনায়েদ খান, ৫৬তম হাবিবুর রহমান, ৫৬তম যৌথ তাহসিনুল ইসলাম। এছাড়াও এ ক্লাসে মমতাজ মোট ৫জন। জায়্যিদ জিদ্দান হয়েছে মোট ৫জন। জায়্যিদ হয়েছে ২জন।
সানাবিয়্যাহ্ উলইয়ায় ৪৪তম হয়েছে তাওহিদুর রহামন। এ ক্লাসে মুমতাজ হয়েছে মুহা. সাদিক আহমদ। জায়্যিদ জিদ্দান হয়েছে মোট ৭জন। জায়্যিদ হয়েছে মোট ৪জন। হিফজুল কুরআন বিভাগে ৩জনের মধ্যে ৩জনই মুমতাজ হয়েছে।
উল্লেখ্য, ময়মনসিংহের ফুুলপুর উপজেলার শিববাড়ি রোডে অবস্থিত ফুুলপুর আদর্শ মাদরাসা। ১৯৯৯ সালে নিজস্ব জায়গায় মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। নূরানী থেকে জালালাইন পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আবু রায়হান এবং শিক্ষা সচিব মুফতি আলমগির হোসাইনসহ অন্যান্য শিক্ষকদের প্রচেষ্টা ও পরিশ্রমে প্রতিবছরই সফলতা অর্জন করছে ফুুলপুর আদর্শ মাদরাসা।
-এএ