সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল ইতালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইতালিতে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তবে নতুন করে এর ঊর্ধ্বগতি এড়াতে আবারও বাংলাদেশিসহ আরও দুই দেশের নাগরিকদের প্রবেশে আগামী ৩০ মে পর্যন্ত বর্ধিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে প্রবেশে নিষেধাজ্ঞা ১৫ মে পর্যন্ত ছিল। করোনার ভারতীয় ভয়ঙ্কর নতুন ভ্যারিয়েন্ট মোকাবিলায় বাংলাদেশ, ভারত ও শ্রীলংকা থেকে ইতালিতে প্রবেশের নিষেধাজ্ঞা তৃতীয়বারের মতো বাড়ানো হলো। এ অধ্যাদেশে স্বাক্ষর করেন স্বাস্থ্যমন্ত্রী রোবেরতো স্পেরেন্সা।

স্বাস্থ্য মন্ত্রণালয় গত মাসে প্রজ্ঞাপন জারির পর থেকে বাংলাদেশ, ভারত ও শ্রীলংকার নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।  তবে শুধু যাদের ইতালির পাসপোর্ট বা নাগরিকত্ব আছে তাদের ক্ষেত্রে ইতালিতে একটি নির্দিষ্ট ঠিকানা থাকা সাপেক্ষে নিজ দেশ ফিরতে কোনো বাধা নেই।

৩০ মের পর নিষেধাজ্ঞা শিথিল হবে কিনা এ ব্যাপারে নতুন করে সিদ্ধান্ত নেবে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে ইউরোপ ইউনিয়নের যে কোনো দেশ থেকে ইতালিতে প্রবেশের পর ১৪ দিন হোম কোয়ারেন্টিন তুলে নিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়, যা ১৬ মে থেকে কার্যকর শুরু হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ