আবদুল্লাহ তামিম।।
দারুল উলূম দেওবন্দের মুহাদ্দিস শিক্ষক মাওলানা হাবিবুর রহমান আজমি কাসরির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি ও দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মাওলানা সৈয়দ আরশাদ মাদানি।
তিনি বলেন, তার মৃত্যুতে জাতির যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা পূরণ হওয়ার নয়। তিনি হাদিস ও রিজালের ইতিহাস সম্পর্কে পারদর্শী ছিলেন। তার পড়াশোনা ছিল অনেক গভীর। তার শিক্ষাগত সেবা দারুল উলূম দেওবন্দের নবজাগরণে সোনার অক্ষরে লেখা থাকবে। তিনি চল্লিশ বছরেরও বেশি সময় ধরে দারুল উলূম দেওবন্দে দরস তাদরিসের দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘদিন তিনি সম্পাদকও ছিলেন দারুল উলুম দেওবন্দ পত্রিকার। এ সময়ে তিনি ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও গবেষণামূলক বই রচনা করেছেন।
আজ তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাকে জান্নাতের উচ্চ স্থান দান করুন।
মাওলানা আরশাদ মাদানি আরো বলেন, মাওলানা হাবিবুর রহমান আজমি কাসেমি কিছুদিন জামিয়তে উলামায়ে হিন্দ-এর ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন। তিনি দেশ জাতি ও উলামায়ে দেওবন্দের অনেক অনেক খেদমত করেছেন।
এর আগে হাদিসের খ্যাতিমান শিক্ষক, দারুল উলূম দেওবন্দের প্রবীণ উস্তায মাওলানা হাবিবুর রহমান আজমী মে ১৩ বৃহস্পতিবার ৩০ রমজানুল মোবারক ভোর সকালে আনুমানিক ৭৭ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তিনি তার নিজ শহর আজমগড়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সূত্র: মিল্লাত টাইমস
-এটি