সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


কলকাতায় ১৫ দিনের জন্য ‘প্রায় লকডাউন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, ‘রাজ্যে করোনার বিরুদ্ধে লড়তে এমন একটা ব্যবস্থা প্রণয়ন করা হবে যা লকডাউনের মতোই।’

আগামী রোববার থেকে এই ‘প্রায় লকডাউন’ কলকাতায় জারি হয়ে গেল আগামী ১৫ দিনের জন্য। শনিবার কলকাতার মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় গণমাধ্যমকে এ বিষয়ে ঈঙ্গিত দেন।

রাজ্যের নতুন সিদ্ধান্তে স্কুল, কলেজ, সরকারি-বেসরকারি অফিস, বাস, ট্যাক্সি অটো, প্রাইভেট গাড়ি, রাজ্যের মধ্যকার ও রাজ্যের বাইরে যায় এমন গাড়ি, মেট্রো , ফেরি সার্ভিস জরুরি পরিষেবা ছাড়া অন্য পণ্য পরিবহনের গাড়ি আগামী ১৫ দিন বন্ধ করে দেওয়া হল। রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত বাইরে বার হওয়া বন্ধ থাকছে। গতবার রাতে বিনোদনের জন্য হুল্লোড় করেছেন অনেকে। এটা এবার চলবে না।

আগামীকাল রবিবার ভোর ৬টা থেকে ৩০ মে সকাল ৬টা পর্যন্ত করোনা নিয়ন্ত্রণে এই কঠোর বিধিনিষেধ জারি হচ্ছে। এই নিয়ম না মানলে বিপর্যয় মোকাবিলা আইনে আইন ভঙ্গকারীকে কঠোর শাস্তি দেওয়া হবে।

এই ১৫ দিনের প্রায় লকডাউন যেভাবে কাটবে:

১. এই ১৫ দিন খোলা থাকবে রাজ্যের সমস্ত পেট্রল পাম্প।
২. চা বাগান কাজ করবেন ৫০ শতাংশ কর্মী, জুট মিলে কাজ করতে পারবেন ৩০ শতাংশ শ্রমিক।
৩. বিয়ে বাড়ির আয়োজন করলেও উপস্থিত থাকতে পারবেন ৫০ জন অতিথি। সৎকারের কাজে থাকতে পারবেন ২০ জন।
৪. সমস্ত ই-কমার্স, হোম ডেলিভারি চালু থাকবে। এছাড়াও সুইগি-জোম্যাটোর মতো অনলাইন ফুড ডেলিভারি অ্যাপও ব্যবহার করা যাবে।
৫. ওষুধ, চশমা, ইলেকট্রনিক্সের দোকানগুলি খোলা থাকবে।
৬. রাজ্যের সমস্ত জায়গায় মিষ্টির দোকান খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা।
৭. মুদির দোকান, খুচরো দোকান, জরুরি পণ্য এবং বাজার চালু থাকবে সকাল ৭ টা থেকে ১০টা পর্যন্ত।
৮. সরকারি-বেসরকারি সমস্ত অফিস বন্ধ থাকলেও খোলা থাকবে চিকিৎসা এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সমস্ত প্রতিষ্ঠান।
৯. চিকিৎসা এবং জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত সবার জন্য থাকবে গণপরিবহণে ছাড়।
১০. ওষুধ, চিকিৎসার সরঞ্জাম প্রস্তুতকারক কারখানা বা সংস্থা খোলা থাকবে।
১১. জরুরি পরিষেবায় চালু থাকবে ট্যাক্সি।
১২. পণ্য পরিবহণে নিষেধাজ্ঞা থাকলেও জরুরি পণ্য পরিবহণে রয়েছে ছাড়।
১৩. বন্ধ থাকছে সব সরকারি ও বেসরকারি অফিস।
১৪. বন্ধ থাকছে স্কুল, কলেজ, পলিটেকনিক, আইটিআই, অঙ্গনওয়াড়ি কেন্দ্র।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ