আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরে ঈদের দিনে এক উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩২ জন আহত হয়েছেন। এদের সবার বয়স ১৬ থেকে ২৫ বছরের মধ্যে। তাদের মধ্যে নুর ইসলাম (২১) নামের এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (১৪ মে) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত দিনাজপুরের বিরামপুর উপজেলায় বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে এই দুর্ঘটনাগুলো ঘটে। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাহারিয়ার কবির হিমেল বিষয়টি নিশ্চিত করেন।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল-মাহমুদ শোভন জানান, ঈদের প্রথম দিনেই মোটরসাইকেলে দুর্ঘটনায় ৩২ জন যুবক আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় রক্তক্ষরণ হচ্ছে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।
বিরামপুর থানার ওসি (তদন্ত) মো. মতিয়ার রহমান বলেন, থানা পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গায় টহলদল রয়েছে। উঠতি বয়সের ছেলেরা যাতে করে বেপরোয়াভাবে মোটরসাইলে চালাতে না পারে সেই দিকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। তারপরও এসব দুর্ঘটনা ঘটছে।
এমডব্লিউ/