সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে চিন্তিত পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার বর্তমান সংঘাত রাশিয়ার নিরাপত্তার জন্য প্রত্যক্ষ হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। চিন্তার ভাঁজ পড়ছে তার কপালে।

গতকাল শুক্রবার (১৪ মে) রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠকে পুতিন কর্মসূচি ঠিক করার আগে জেরুসালেম এবং গাজা উপত্যকার পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ শেষে একথা বলেন তিনি।

পুতিন বলেন, ‘আমার সহকর্মীদের মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিশেষ করে ক্রমবর্ধমান ফিলিস্তিন-ইসরায়েলি সংঘাতের ব্যাপারে খবর রাখার নির্দেশ দিচ্ছি। এটি আমাদের সীমান্তের আশপাশের অঞ্চলে ঘটছে এবং আমাদের নিরাপত্তার বিষয়টিকে সরাসরি প্রভাবিত করে।’

গাজা উপত্যকাকে লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। হামলায় ৩১ শিশু ও ২০ নারীসহ এ পর্যন্ত ১৩৯ ফিলিস্তিন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৫০। হামলায় অনেক আবাসিক ও বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৯৬৭ সালে আরব-ইসরায়েলি যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুসালেম দখল করে এবং ১৯৮০ সালে পুরো শহরকে সংযুক্ত করে। তবে তাদের এমন পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কখনও স্বীকৃতি পায়নি। সূত্র: আনাদুলু এজেন্সি

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ