সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


আগামী মাসে বাড়ি পাচ্ছে ৫৪ হাজার পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারের আশ্রয়ণ প্রকল্পের অধীনে দ্বিতীয় ধাপে আগামী জুন মাসে আরো প্রায় ৫৪ হাজার গৃহহীন ও ভূমিহীন পরিবার বাড়ি পাচ্ছে। দেশের ৪৯২টি উপজেলায় এসব নতুন পাকা বাড়ি নির্মাণের কাজ শেষ পর্যায়ে। প্রথম ধাপে গত জানুয়ারি মাসে বাড়ি পেয়েছে প্রায় ৭০ হাজার গৃহহীন এবং ভূমিহীন পরিবার।

মুজিববর্ষে কেউ ভূমিহীন-গৃহহীন থাকবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণা অনুযায়ি আশ্রয়ন প্রকল্পের আওতায় দেশের আরো প্রায় ৫৩ হাজার ৫০০টি পরিবারের মুখে হাসি ফুটবে। বর্ষার ভোগান্তির কথা মাথায় রেখে, আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে আগামী জুন মাসেই নতুন বাড়ি পাবে তারা। ইতিমধ্যে তালিকা চূড়ান্ত হয়েছে। নতুন ঘর বুঝে পাওয়ার অপেক্ষায় দিন গুণছে এসব পরিবার।

দ্বিতীয় পর্যায়ে ঢাকা বিভাগে ৭ হাজার ২৮০টি, ময়মনসিংহ বিভাগে ২ হাজার ৫১২টি, চট্টগ্রাম বিভাগে ১০ হাজার ৫৬২টি, রংপুর বিভাগে ১২ হাজার ৩৯১টি, রাজশাহীতে ৭ হাজার ১৭২টি, খুলনা বিভাগে ৩ হাজার ৯১১টি, বরিশাল বিভাগে ৭ হাজার ৬২৭টি এবং সিলেট বিভাগে ১ হাজার ৯৭৯টি বাড়ি দেয়া হবে ভূমিহীন ও গৃহহীনদের। এর আগে প্রথম ধাপে গত জানুয়ারি মাসে বাড়ি পেয়েছে প্রায় ৭০ হাজার গৃহহীন এবং ভূমিহীন পরিবার।

প্রকল্প পরিচালক জানান, গৃহহীনদের বাড়ি দেয়ার কাজে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়েছে। বর্ষার আগেই নিজের বাড়িতে উঠতে পারবেন এই আনন্দে দিন গুণছে পরিবারগুলো।

জুন মাসে ঘর পাবে ৫৪ হাজার গৃহহীন পরিবার

ঢাকা বিভাগ ৭,২৮০টি
ময়মনসিংহ বিভাগ ২,৫১২টি
চট্টগ্রাম বিভাগ ১০,৫৬২টি
রংপুর বিভাগ ১২,৩৯১টি
রাজশাহী বিভাগ ৭,১৭২টি
খুলনা বিভাগ ৩,৯১১টি
বরিশাল বিভাগ ৭,৬২৭টি
সিলেট বিভাগ ১,৯৭৯টি

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ