আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে তালেবান। এই বিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই দেশটিতে চারটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এতে ১১ জনের মৃত্যু হয়েছে।
চারটি বিস্ফোরণের মধ্যে দুটি ঘটেছে কান্দাহার প্রদেশে। এটি নিশ্চিত করেছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা জামাল নাসের। এ দুটি ঘটনায় অন্তত দুজন শিশুরও মৃত্যু ঘটেছে। বাকি দুটি বিস্ফোরণ ঘটে কুন্দুজ ও গজনি অঞ্চলে।
এই চার বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৩জন আহত হয়েছেন। তাদের মধ্যে কারো অবস্থা আশঙ্কাজনক কি না সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
তালেবান বা অন্য কোনো পক্ষ থেকে এই হামলার কোনো দায় স্বীকার করা হয়নি। আল জাজিরা জানিয়েছে, ঘটনার ৪০ মিনিট পর ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনী পৌঁছে।
এর আগে গত সোমবার ঈদ উপলক্ষ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে তালেবানরা। কিন্তু বিরতির মধ্যেই কারা আফগানিস্তানে বিস্ফোরণের ঘটনা ঘটালো, তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।
-এটি