সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


এরদোগানকে শায়খ ইকরামা সাবরির কৃতজ্ঞতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: চরম দুর্দিনে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জেরুজালেমের পবিত্র মসজিদ আল আকসার ইমাম শায়খ ইকরামা সাবরি।

তুরস্কের শীর্ষ ধর্মীয় পরিষদ দাইয়েনাত কর্তৃপক্ষকে বৃহস্পতিবার ফোন করে তিনি ওই ধন্যবাদ জানান। খবর আনাদোলুর।

ফোন কলের পাশাপাশি আল আকসার ইমাম শায়খ ইকরামা সাবরি এক বিবৃতিতেও এরদোগানকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ফিলিস্তিনের ভূখণ্ড গাজায় টানা কয়েকদিনের ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে সংগঠিত করছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

বৃহস্পতিবার তিনি আফগান ও কিরগিজ প্রেসিডেন্টর সঙ্গে ফিলিস্তিনে সম্প্রতি ইসরায়েলি হামলার বিষয়ে টেলিফোনে আলোচনা করেন।

কিরগিজ প্রেসিডেন্ট জাপারোভের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন তুর্কি প্রেসিডেন্ট। এ ছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন।

এক বিবৃতিতে বলা হয়, এরদোগান বলেছেন আল-আকসা মসজিদ, গাজা ও ফিলিস্তিনিদের হামলাকারী ইসরাইলকে উপযুক্ত শিক্ষা দিতে আন্তর্জাতিক অঙ্গনে যে উদ্যোগ নিয়েছে তার সঙ্গে তুরস্কের পাশাপাশি কিরগিজস্তানকে দেখতে চায়।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ