আওয়ার ইসলাম ডেস্ক: প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
শুক্রবার আঘাত হানা এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি। কর্তৃপক্ষের বরাত দিয়ে সংশ্লিষ্ট দেশের গণমাধ্যমগুলো এ খবর দিয়েছে।
মালয় মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এবং এর আশপাশের এলাকায় শক্তিশালী ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে। দেশটির জাতীয় ভূতত্ব বিভাগ এই তথ্য জানালেও হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।
অন্যদিকে, মালয়েশিয়ার প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপেও একই সময়ে একই মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, একই ভূমিকম্প দুই দেশে অনুভূত হয়েছে।
দেশটির ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে, ভূমি থেকে ১০ কিলোমিটর গভীরে এর উৎপত্তি। তবে ভূমিকম্পের কারণে সুনামি বা জলোচ্ছ্বাসের পূর্বাভাস দেওয়া হয়নি। সেইসঙ্গে ইন্দোনেশিয়ার পক্ষ থেকেও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু বলা হয়নি।
-এটি