মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মাদারীপুরে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পোড়ালেন ছাত্র-জনতা ইউপি সদস্যকে হত্যা করতে এসে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩ চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা

রমজানের শিক্ষাটুকু যেন ভুলে না যাই!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাঈল হাবীব

আজ ঊনত্রিশে রমজান। ঈদের আনন্দ বিপুল ঝামেলা পেয়ে বসেছে আমাদের। শহর থেকে গ্রামে ছুটেছে অসংখ্য মানুষ। অভিজাত মার্কেট ও শো-রুমগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়।অন্যদিকে পুণ্যের মাস রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে।যে রমজান আসে বিপুল আনন্দ আর রহমতবেষ্টিত পবিত্র সময় নিয়ে। আল্লাহ তাআলার পক্ষ থেকে গোনাহ মাফির আস্থাদীপ্ত বাণী নিয়ে।

রমজান পেয়ে আমরা প্রতিজ্ঞা করেছি, এখন থেকে পুরো জীবন বদলে ফেলবো। কুরআন তেলাওয়াত ও যিকির আযকারে নির্লিপ্ত থাকবো সবসময়। পেছনের দিনগুলোর অর্জিত গোনাহ থেকে তওবা করে সবসময় পুত পবিত্র থেকে থাকবো। ইসলামি যিন্দেগীর উপর পরিপূর্ণ অবিচল থেকে বাকি সময়টুকু কাটিয়ে দিবো।কোনো ব্যক্তি বা খাহেশের পূজারী হয়ে ইসলামের 'শিআর' গুরুত্বপূর্ণ বিধানাবলী থেকে একচুল পরিমাণ পিছ-পা হবো না।এমন অনেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি।

ধীরে ধীরে ফুরিয়ে যাচ্ছে রমজান। আর কেবল একটি পবিত্র রজনী আমাদের সামনে রয়েছে।রমজানের শেষ রজনীতে আল্লাহ তাআলা রোজাদারকে পরিপূর্ণ প্রাপ্য দেন।এখন পুরো রমজানের পরিপূর্ণ সাওয়াব বা হক বুঝিয়ে নেওয়ার পালা। নফসের ধোকা বা গাফলতি যেন আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সঠিক প্রাপ্য লাভ করা থেকে দূরে সরে না রাখে। এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ।
তাই বেশি বেশি আমলের পাবন্দ করা উচিত। আল্লাহ তাআলা তাওফীক দিন।

রমজান শেষে এখন ঈদের আনন্দ ঘরে ঘরে। ঈদের পর অনেক গোনাহের পরিবেশ আমাকে পেয়ে যাবে।অনেক নাফরমানি পরিস্থিতি চোখের সামনে ধরা দিবে—আমরা যেনো তখন রমজানের প্রতিজ্ঞাটুকু ভুলে না যাই। রমজানের শিক্ষা ও দীক্ষা আমাদের জীবনে ধারণ করতে পারি। রমজানের পরের জীবন হোক ঈমানী চেতনার রঙে রঙিন। রমজানের শিক্ষায় উজ্জীবিত এক বর্ণিল সুনীল জীবন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন— আমীন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ