সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


টানা দু’দিন ভারতে ৪ হাজারের বেশি মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে করোনা মহামারী পরিস্থিতির ভয়াবহতা কমার ইঙ্গিত এখনো পাওয়া যাচ্ছে না। টানা দু’দিন দেশটিতে চার হাজারের বেশি মৃত্যু হয়েছে। একদিনে সংক্রমিত হয়েছে তিন লাখ ৬০ হাজারের বেশি।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১২০ জনের। মোট মৃত্যু দাঁড়িয়েছে ২ লাখ ৫৮ হাজার ৩১৭ জনে।

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা গত চার দিন ধরেই সাড়ে তিন লাখের আশপাশেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৭২৭ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৭ লাখ ৩ হাজার ৬৬৫ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) চলতি সপ্তাহে করোনার ভারতীয় ধরনকে উদ্বেগজনক বলে বর্ণনা করেছে।

করোনার মূল ধরনের চেয়ে এই ধরন অনেক বেশি সংক্রামক এবং খুব সহজেই এটি ছড়িয়ে পড়তে পারে। করোনার এই ধরনের কারণে ভারতে বর্তমানে সংক্রমণ তীব্র রূপ নিয়েছে।

এদিকে আনন্দবাজার জানিয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যে টিকার অভাব দিয়েছে। সে জন্য টিকাকরণ কর্মসূচি কিছুটা হলেও ধাক্কা খেয়েছে।

গত ২৪ ঘণ্টায় ভারতে টিকা দেওয়া হয়েছে ১৯ লাখ ৭৮ হাজার ২৬৫ জনকে। এ নিয়ে দেশটিতে মোট টিকার ডোজ দেওয়া হয়েছে ১৭ কোটি ৭২ লাখের বেশি।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ