সুফিয়ান ফারাবী
স্পেশাল করেসপন্ডেন্ট
ড্রিম ফাউন্ডেশন। একদল অদম্য তরুণের হাতে প্রতিষ্ঠিত সাভারবাসির স্বপ্নের সংগঠন। মানবসেবা, সমাজ উন্নয়ন, মাদক নির্মূল ও অসহায়দের সাহায্য করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সামাজিক এই সংগঠন। এ বছরের শুরুতে কার্যক্রম শুরু করেছে সংগঠনের সদস্যবৃন্দ।
করোনা মহামারী যখন কেড়ে নিচ্ছে একের পর এক প্রাণ, তখন সাভারের বুকে অসহায় দুস্থদের মাঝে অক্সিজেন সিলেন্ডার ও জরুরি ওষুধ সরবরাহের মাধ্যমে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে ড্রিম ফাউন্ডেশন।
যারা হাসপাতালে চিকিৎসা নিতে পারছেন না টাকার অভাবে, নিঃশ্বাস নিতে না পেরে কাতরাচ্ছেন নিজ বাড়িতে, এমন মানুষদের জন্য ইতিমধ্যে সংগঠনটি প্রায় অর্ধশতাধিক অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছেন মুমূর্ষু এসব রোগীর বাষায়।
এছাড়াও ইদুল ফিতরকে সামনে রেখে দিলখুশাবাগ এলাকার সাময়িক অসুবিধায় পড়া মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মাঝে আজ বুধবার (১২ মে) ইদ উপহার প্যাকেজ বিতরণ করেন দিলখুশাবাগ ড্রিম ফাউন্ডেশের স্বপ্নবাজ তরুণেরা।
সংগঠনের আহ্বায়ক রাকিব হাসান বলেন, আদর্শসমাজ বিনির্মাণ, গরিব অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। সামাজিক দায়িত্ববোধ থেকে করোনা সংক্রমণের এই সময়ে আমরা অক্সিজেন সিলিন্ডার ও জরুরি ওষুধ সরবরাহ করেছি।
"এই ইদে অনেকের কাছেই পরিবার নিয়ে ঈদ করার মতো পর্যাপ্ত টাকা নেই। মহামারীতে চাকরি হারিয়ে বেকার জীবন যাপন করছেন। আমাদের ড্রিম ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এরকম কিছু মানুষের তালিকা তৈরি করে সে অনুযায়ী ইদ উপহার প্যাকেজ তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেই।" বলছিলেন রাকিব হাসান।
সংগঠনটির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম রোনক জানান, আমরা যা করছি, তা অতি সামান্য। কিন্তু সমাজ ও সমাজের মানুষের জন্য চেষ্টার সবটুকুই দিতে প্রস্তুত। এজন্যই আমাদের শ্লোগান "আছি পাশে, চেষ্টায় যতখানি"।"আছি পাশে, চেষ্টায় যতখানি"
-এটি