আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে একটি চলন্ত প্রাইভেট কার আগুন লেগে পুড়ে গেছে। মঙ্গলবার (১১ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের নগর জলপাই এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
জানা যায়, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী বরিশালের জসিম মিয়া নামে এক ব্যক্তির প্রাইভেটকারে (ঢাকা মেট্রো- গ ১৭-০১৯৭) হঠাৎ আগুন লেগে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় চালক একাই গাড়িতে ছিলেন। গাড়িতে আগুন দেখে চালক দ্রুত নেমে প্রাণে রক্ষা পান।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আশিকুর রহমান বলেন, ‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িতে চালক একাই ছিলেন। গাড়িটি ঢাকা থেকে ঠাকুরগাঁও গিয়ে যাত্রী নামিয়ে আবারও ঢাকার দিকে ফিরছিল। গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে।’ ইঞ্জিনে ওভার হিটের কারণে আগুন লাগতে পারে বলে তার ধারণা।
এনটি