আওয়ার ইসলাম ডেস্ক: মুসলিম উম্মাহর প্রথম কিবলা আল-আকসা মসজিদ প্রাঙ্গণে মুসল্লি ও সাধারণ জনতার উপর দখলদার ইসরায়েল বাহিনী কর্তৃক সন্ত্রাসী হামলা এবং পূর্ব জেরুসালেমের শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের তীব্র নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। আজ বুধবার (১২মে) গণমাধ্যমে দেয়া এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান দলটির শীর্ষ নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসাকে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল রমজান জুড়েই সহিংসতার কেন্দ্রস্থলে পরিণত করেছে। বিশেষত রোববার সন্ধ্যায় আল-আকসায় নামাজরত মুসুল্লিদের উপর হিংস্রভাবে ঝাপিয়ে পড়ে ইসরায়েল দখলদাররা। রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্যমতে রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ইসরায়েলি বাহিনীর নারকীয় তান্ডবে অন্তত ১৮০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। যাদের মধ্যে ৮০ জনের অবস্থা গুরুতর।
নেতৃবৃন্দ বলেন, এ ধরনের হামলা চালিয়ে ইসরায়েল সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইন ও চুক্তি ভঙ্গ করছে এবং একইসাথে চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ ফিলিস্তিনিদের উপর সন্ত্রাসী আক্রমণ এবং দখলকৃত এলাকায় ব্যক্তিগত সম্পত্তি জবরদখল বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। এরজন্য তারা ইসরায়েলের উপর চাপ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকারের কূটনৈতিক তৎপরতা আরো জোরদার করার আহবান জানান।
বিবৃতিতে নেতারা বলেন, ১৯৬৭ সালের যুদ্ধ পূর্ববর্তী সীমানা অনুযায়ী দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে হবে। তারা বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে পশ্চিম তীর ও গাজা ভূখণ্ড নিয়ে ফিলিস্তিন হবে একটি স্বাধীন রাষ্ট্র। ফিলিস্তিনিদের এই স্বপ্ন পূরণে এবং মুসলমানদের প্রথম কেবলা আল-আকসাকে দখলদার মুক্ত করতে মুসলিমবিশ্বের নেতাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান জানান জমিয়ত নেতৃবৃন্দ।
বিবৃতিতে স্বাক্ষর করেন জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়েখ জিয়া উদ্দীন, সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া।
এমডব্লিউ/