সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


শিমুলিয়া ঘাটে চলছে ১৪ ফেরি, কমেছে যাত্রীর চাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে মঙ্গলবার ১৪টি ফেরি চলাচল করছে। এতে স্বাভাবিক হয়ে উঠেছে যাত্রী ও যানবাহন পারাপার।

শিমুলিয়া ঘাট এলাকায় ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড় থাকলেও ফেরিতে তেমন কোনো চাপ নেই। প্রতিটি ফেরিতেই অ্যাম্বুলেন্স, পিকআপ, প্রাইভেটকার ও পণ্যবাহী যানবাহন পারাপার করতে দেখা গেছে। একই সঙ্গে পার হচ্ছেন ঘরমুখো যাত্রী সাধারণও।

বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর দক্ষিণবঙ্গের এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় শিমুলিয়া ঘাটে যাত্রী পারাপারে ভোগান্তি কমেছে। একের পর এক ফেরি ছেড়ে যাচ্ছে ঘাট থেকে। ফেরিতে যানবাহনের সঙ্গে যাত্রীরা পাড়ি দিচ্ছেন পদ্মা। ছুটে যাচ্ছেন গ্রামের বাড়ির পানে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাাফায়েত আহমেদ জানান, নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে। এর মধ্যে ৩টি রো-রো ফেরি, ৫টি ডাম্প ফেরি ও ৬টি কে-টাইপ ফেরি রয়েছে।

তিনি বলেন, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। যাত্রী ও যানবাহন পারাপারে ফেরিতে তেমন কোনো চাপ নেই। ঘাটে যে পরিমাণ যানবাহন রয়েছে-তা স্বাভাবিকভাবেই পারাপার করা হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ