রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


নাহবেমীরে প্রথম ময়মনসিংহের মাহবুব ও ঢাকার মালিহা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৪ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে গতকাল সোমবার (১০ মে)। এতে নাহবেমীর জামাতে সারাদেশে পুরুষ শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ময়মনসিংহ জেলার দারুল উলুম নিযামিয়া মধ্যবাড়েরা মাদরাসার মাহবুব উল্লাহ মুআজ। তার প্রাপ্ত নম্বর ৬৯১। একই মারহালায় সারাদেশে বালিকা শাখায় মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ঢাকা জেলার তালীমুল কুরআন বালিকা মাদরাসার মােসা. মালিহা আক্তার ফাতেমা। তার মোট প্রাপ্ত ৬৮৭।

দারুল উলুম নিযামিয়া মধ্যবাড়েরা ময়মনসিংহ জেলার অন্যতম প্রাচীন দীনি শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমান মুহতামিম হাফেজ মাওলানা আমিনুল হক। ময়মনসিংহের বিখ্যাত আলেম মাওলানা আব্দুর রহমান হাফিজ্জীর দিক নির্দেশনায় পরিচালিত মাদরাসাটি বরাবরের মতো এবারও ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে।

আর রাজধানীর ঢাকা জেলার তালীমুল কুরআন বালিকা মাদরাসাও বরাবরের মতো তাদের অবস্থান ধরে রেখেছে।

মুতাওয়াসসিতাহ মারহালার (নিম্ম মাধ্যমিক) পুরুষ শাখায় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে নারায়ণগঞ্জ জেলার জামিয়া আরাবিয়া রাব্বানিয়া মাদরাসার মাহমুদুর রহমান, প্রাপ্ত নম্বর ৬৮৮।

তৃতীয়স্থান অধিকার যৌথভাবে ৬ জন। ১. ত্বলহা বিন শাকির। দারুল উলুম নিযামিয়া মধ্যবাড়েরা মােমেনশাহী। ২. ইমদাদুল উলুম ফরিদাবাদ, ঢাকার ফখরুল ইসললাম। ৩. মাে. সাঈদ আহমাদ, জামিয়া রব্বানীয়া জালকুড়ি নারায়নগঞ্জ। ৪. মুহাম্মদ কিফায়াতুল্লাহ, জামিয়া রব্বানীয়া জালকুড়ি না.গঞ্জ। ৫. আব্দুল্লাহ বিন উমর, জামিয়া রব্বানীয়া, জালকুড়ি, না. গঞ্জ। ৬. মাহদী হাসান সিয়াম, মারকাযু ফয়যিল কুরআন, মিরপুর, ঢাকা। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৬।

একই মারহালার বালিকা শাখায় মেধা তালিকায় ২য় স্থান অধিকার করেছে যৌথভাবে ২জন। উম্মে হানী, আয়েশা সিদ্দীকা ঢালকানগর মাদরাসা ঢাকা। মােসা. সাওদা জান্নাত, জামিয়াতুল ইসলাহ ঠাকুরগাঁও। তাদের প্রাপ্ত নম্বর ৬৭৫।তৃতীয় স্থান অধিকার করেছে যৌথ ভাবে ২ (দুই) জন। মোসা. যানজাবিল। খাতুনে জান্নাত ইসলামিয়া মহিলা মাদরাসা, বি-বাড়ীয়া। সাইদা আক্তার, জান্নাতুন নিসওয়ান মাদরাসা, মনােহর বাজার শরীয়তপুর।

গতকাল দুপুর ৩ টা ২০ মিনিটে রাজধানীর কাজলার পাড় (ভাঙ্গাপ্রেস) বেফাক মিলনায়তনে ৪৪ তম কেন্দ্রীয় বেফাক পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন করে এ ফলাফল ঘোষণা করে বেফাক। এ সময় বেফাক সভাপতি ও হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের হাতে ফলাফল তুলে দেন বেফাকের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বেফাকের সহ-সভাপতি মাওলানা সফিউল্লাহ, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, (ভারপ্রাপ্ত) মহাপরিচাল মাওলানা মুহাম্মদ যুবায়ের, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক, বারিধারা মাদরাসার মাওলানা মকবুল আহমদ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরিদী প্রমূখ।

এ বছর প্রকাশিত ফলাফলে বেফাকের মোট গড় পাসের হাড় ৭৪.৪%। ফজিলত মারহালায় গড় পাসের হার পুরুষ ৮০.৩৪%, মহিলা ৬৮.৫০%, সানাবিয়া উলইয়ায় গড় পাসের হার পুরুষ ৭২.৯৪%, মহিলা ৫৬.২৫%, মুতাওয়াসসিতাহ মারহালায় গড় পাসের হার পুরুষ ৮৫.২৭%, মহিলা ৬৮.৬৪%, ইবতিদাইয়্যা গড় পাসের হার পুরুষ ৭৫.৬১%, মহিলা ৬৬.৭৭%, হিফজ মারহালায় ৯৫.১৫%, ইলমুজ তাজভীদ ও কেরাত মারহালায় ৯০.৭৪%।

বেফাকে অংশ নেওয়া মোট শিক্ষার্থীদের হিসাব:

ফজিলত মারহালা
মুমতাজ: হয়েছেন মোট ১৫৮১ জন। পুরুষ ১২৬৫। নারী ৩১৬ জন।
জায়্যিদ জিদ্দান:মোট ৪৮৪০ জন। পুরুষ ৩১০৪ জন। নারী ১৭৩৬।
জায়্যিদ: মোট ৭০২৩ জন। পুরুষ ৩৮০৪। নারী ৩২১৯জন।
মকবুল: মোট ৮৩৫ জন। পুরুষ ৩৬৫৯। নারী ৪৩৭৬।

সানাবিয়্যা উলইয়া
মুমতাজ: হয়েছেন মোট ১৭৫৭ জন। পুরুষ ১৪৭০। নারী ২৮৭ জন।
জায়্যিদ জিদ্দান:মোট ৩৯৮৭ জন। পুরুষ ২৫৬ জন। নারী ১৪৬১।
জায়্যিদ: মোট ৫৫৩৪ জন। পুরুষ ২৭৯৭। নারী ২৭৩৭ জন।
মকবুল: মোট ৭৭০৮ জন। পুরুষ ২৬৮২। নারী ৫০২৬।

মুতাওয়াসসিতাহ
মুমতাজ: হয়েছেন মোট ৮৪৭৬ জন। পুরুষ ৬৫০৯। নারী ১৯৬৭ জন।
জায়্যিদ জিদ্দান:মোট ১০০২৩ জন। পুরুষ ৫১৭১ জন। নারী ৪৮৫২।
জায়্যিদ: মোট ১১০৫৮ জন। পুরুষ ৩৮৮৮। নারী ৭১৬৬ জন।
মকবুল: মোট ১২০৩৫ জন। পুরুষ ৩৪৭১। নারী ৮৫৬৪ জন।

ইবতিদাইয়্যা
মুমতাজ: হয়েছেন মোট ৪২৮৩ জন। পুরুষ ৩৩৪৮। নারী ৯৩৫ জন।
জায়্যিদ জিদ্দান:মোট ৮২০৯ জন। পুরুষ ৪৫৫৮ জন। নারী ৩৬৫১।
জায়্যিদ: মোট ৯৮৯১ জন। পুরুষ ৩৯১১। নারী ৫৯৮০ জন।
মকবুল: মোট ২৩৭৮২ জন। পুরুষ ৬৭৫৮। নারী ১৫০২৪ জন।

হিফজুল কুরআন
মুমতাজ: হয়েছেন মোট ১০৮৭২ জন।
জায়্যিদ জিদ্দান: মোট ৪১১৯ জন।
জায়্যিদ: মোট ২৮০৪ জন।
মকবুল: মোট ২৩২৮।

ইলমুত তাজবিদ ওয়াল কিরাত
মুমতাজ: হয়েছেন মোট ৯৩ জন।
জায়্যিদ জিদ্দান: মোট ২৮৬ জন।
জায়্যিদ: মোট ৩১০ জন।
মকবুল: মোট ২১৩।

উল্লেখ্য, বেফাকের ৪৪ তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়েছিলো গত ১৮ মার্চ ২০২১। শেষ হয়েছে ২৫ মার্চ ২০২১। সারাদেশে বেফাকের ২ লক্ষ ৩০ হাজার নিবন্ধিত পরীক্ষার্থীর থেকে ২ লক্ষ ২৫ হাজার পরীক্ষার্থী অংশ নেয় পরীক্ষায়। এবছর বেফাক শিক্ষার্থীদের খাতা দেখার জন্য করা হয়েছিল নতুন নিয়ম। সারাদেশকে ১২টি জোনে ভাগ করা হয়েছিলো। মুমতাহিনগণ নির্দিষ্ট জোনে এসেই দেখতেন পরীক্ষার্থীদের খাতা। কিন্তু করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ায় সরকার ঘোষিত লকডাউনের কারণে এবারও বাড়িতে বসেই খাতা দেখার সিস্টেম চালু করে বেফাক। এরপর চূড়ান্তভাবে নিরীক্ষণ শেষ করে আজ সোমবার ফলাফল প্রকাশ করলো বেফাক।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ