সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


আফগানিস্তান থেকে সরানো সেনাদের কোথায় মোতায়েন করবে যুক্তরাষ্ট্র?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান থেকে সরিয়ে নেয়া সেনাদেরকে আবার রাশিয়ার সীমান্তবর্তী দেশগুলোতে মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ও মস্কোর মধ্যকার উত্তেজনাকর সম্পর্কের পরিপ্রেক্ষিতে কোনো কোনো সূত্র এমনই ইঙ্গি দিচ্ছে। খবর পার্সটুডের।

রুশ বার্তা সংস্থা স্পুৎনিক এক রিপোর্টে জানিয়েছে, আমেরিকা তার সেনা ও সামরিক সরঞ্জামাদি আফগানিস্তান থেকে সরিয়ে সেদেশের সীমান্তবর্তী উজবেকিস্তান ও তাজিকিস্তানে মোতায়েন করতে চায়। সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দুই প্রজাতন্ত্রের সঙ্গে রাশিয়ার সীমান্ত রয়েছে।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ এবং আমেরিকায় রাশিয়ার কথিত সাইবার হামলাকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে ওয়াশিংটন ও মস্কোর সম্পর্কে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে রাশিয়ার সীমান্তে মোতায়েন নতুন বৈরি সম্পর্ককে নতুন মাত্রা দেবে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ