সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


কাবুলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের শিয়া অধ্যুষিত এলাকা দাশতে বারচি এলাকায় একটি স্কুলে ভয়াবহ বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৬০ জনের দাঁড়িয়েছে। আফগান সরকারি কর্মকর্তারা মৃত্যুর এ সংখ্যা নিশ্চিত করেছেন।

শনিবারের ওই হামলায় আহত ১৫০ জনের চিকিৎসা দিতে হাসপাতালের নার্স এবং ডাক্তাররা হিমশিম খাচ্ছেন। এসব আহতদের বেশির ভাগই স্কুলছাত্রী।খবর বিবিসির।

এদিকে, নিহতদের রোববার কবর দেয়া হয়েছে। এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। আফগান সরকার এ জন্য তালেবানকে দায়ী করলেও, তালেবান বলছে এ হামলা করেছে আইএস।

গত শনিবার কাবুলের পশ্চিমে শিয়া অধ্যুষিত দাশতে বারচি এলাকার একটি স্কুলের সামনে এই বোমা হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বোমা হামলায় হতাহতদের বেশির ভাগই স্কুলছাত্রী। তারা স্কুল শেষে বাড়ি ফেরার সময় বোমা হামলার শিকার হয়।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ