আওয়ার ইসলাম ডেস্ক: লকডাউনে নিষেধাজ্ঞা অমান্য করা, লাইসেন্স ব্যতীত এবং লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব্যবসা করা, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী মজুত রাখা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে ৩৩টি মামলায় মোট ৩ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৯ মে) ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আরোপ ও আদায় করেন।
ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তিনটি মামলায় তিন লাখ এক হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত ফেরদৌস পরিচালিত মোবাইল কোর্টে আটটি মামলায় ছয় হাজার ৩০০ টাকা, একই অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পাঁচটি মামলায় ১০ হাজার টাকা আরোপ ও আদায় করেন।
ডিএনসিসির ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তিনটি মামলায় দুই হাজার ৩০০ টাকা, ৭ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ৬টি মামলায় ১২ হাজার ১০০ টাকা, ৮ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদ আলী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ছয়টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এছাড়াও ডিএনসিসির সমগ্র এলাকার জন্য নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দুটি মামলায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এভাবে মোট ৩৩টি মামলায় ৩ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এনটি