সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


আল-আকসায় দ্বিতীয় দিনেও ইসরায়েলি পুলিশের হামলা, ৮০ ফিলিস্তিনি আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: জেরুসালেমে ফিলিস্তিনিদের ওপর দ্বিতীয় দিন রাতেও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এ ঘটনায় কমপক্ষে ৮০ জন ফিলিস্তিনি আহত হয়েছে বলে রেড ক্রিসেন্ট জানিয়েছে। তাদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

বিবিসি জানায়, ইসরায়েলি পুলিশ স্ট্যান গ্রেনেড ও জলকামান ব্যবহার করে জবাবে পুরোনো শহরের দামেস্ক গেটে বিক্ষোভকারীরা পুলিশের উদ্দেশে পাথর ছুড়ে মারে।

ইসরায়েলি পুলিশ বলছে, তাদের একজন কর্মকর্তা আহত হয়েছে।

ফিলিস্তিনিদের পূর্ব জেরুসালেমের ঘরবাড়ি থেকে উচ্ছেদের ঘটনায় সৃষ্ট ক্ষোভের কারণে পুরো রমজান মাস জুড়ে এ এলাকার সর্বত্র উত্তেজনা বিরাজ করছে।

এর আগে শুক্রবার শেষ জুমার দিনে আল-আকসা মসজিদ এলাকায় মুসল্লিদের ওপর হামলা করে পুলিশ। ওই দিন ২০৫জন ফিলিস্তিনি আহত হন। ১৭ ইসরায়েলি পুলিশ আহত হয়েছে বলেও দাবি করা হয়।

শনিবার রাতে যখন ফিলিস্তিনিরা পবিত্র শবে কদর পালন করছিল তখনই আবার সহিংসতার ঘটনা ঘটে। এই স্থানটিতে এর আগেও একাধিকবার সহিংসতা হয়েছে।

শুক্রবারের সহিংসতার পর সবাইকে উত্তেজনা প্রশমন করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। সেই সঙ্গে জেরুসালেমের শাইখ জারাহ এলাকা থেকে উচ্ছেদের হুমকিতে ক্ষোভও বাড়ছে।

ওই দিন জাতিসংঘের একজন মুখপাত্র ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন যেন যেকোনো ধরনের উচ্ছেদের কর্মকাণ্ড বন্ধ করা হয়। ‘বিক্ষোভকারীদের প্রতি যেন সর্বোচ্চ সহনশীলতা দেখানো হয়’, তিনি আহ্বান জানিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ