আওয়ার ইসলাম ডেস্ক: ভোলার চরফ্যাশন উপজেলায় বাজারে আগুনে ২০টি দোকান পুড়ে ছাই হয়েছে।
শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বিচ্ছিন্ন চর ইউনিয়ন পূর্ব চালচরে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে দক্ষিণ আইচা থানার ওসি হারুনর রশীদ বলেন, তথ্য পেয়েছি ২০টি দোকান ঘর আগুনে পুড়েছে। পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয়েছে। বিষয়টি দুর্বৃত্তরা ঘটিয়েছে নাকি স্বাভাবিকভাবে হয়েছে তা তদন্ত সাপেক্ষে উদঘাটন করা হবে।
তবে স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা কেরোসিন দিয়ে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে।
আগুনে ঢালচর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম পাটোয়ারীর তিনটি, জাহানপুর ইউপি সচিব নান্নু মাতব্বরের তিনটি, কালাম মেম্বারের দোকান ঘর পুড়ে গেছে। এছাড়া মাছের আড়তও আগুনে পুড়ে যায়।
এনটি