রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


মাদানি নেসাবের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মারকাযুল কুরআন ঢাকায় ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্দামান নওশাদ: মারকাযুল কুরআন ঢাকা মাদানি নেসাবের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ২০১৭ সালে এই দ্বীনি মারকায প্রতিষ্ঠা করেন হজরত হাফেজ্জি রহ. এর সুদীর্ঘ সান্নিধ্যপ্রাপ্ত শাগরেদ, মাদানি নেসাবের সূতিকাগার মাদরাসাতুল মাদীনাহর দীর্ঘ সময়ের নাযেমে তালিমাত, উসতাযুল আসাতিযা হযরত মাওলানা শফীকুল্লাহ (মাহবুবুর রহমান) নাযেম সাহেব হুযুুর রহ.। মানুষ গড়ার কারিগর খ্যাত এই মনীষীর দক্ষ পরিচালনা, দরদি পরিচর্যা এবং একঝাঁক তরুণ, যুগসচেতন আলেমেদ্বীনের নিরলস প্রচেষ্টায় মাত্র চার বছরে এই মাদরাসা দেশের ইলমি এবং দ্বীনি মহলে বিশেষভাবে আস্থা অর্জন করে নিয়েছে।

শুরু থেকেই মাদানি নেসাবের ১ম বর্ষ থেকে মেশকাত জামাত পর্যন্ত চালু হয়ে দাওরায়ে হাদিসের এবার তৃতীয় বছর অতিক্রম করল। আলহামদুল্লিাহ ইতিমধ্যে মেশকাত ও দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষায় একাধিক ছাত্র মেধা তালিকায় স্থান করে নিয়েছে। রাজধানী উত্তরখান থানায় অবস্থিত এই দ্বীনি প্রতিষ্ঠানের এবারের সংযোজন হিফজ ও মকতব বিভাগ। প্রতিটি ছাত্র আমাদের কাছে দ্বীনি আমানত। এই বোধ ও বিশ্বাস নিয়ে মারকাযের প্রতিটি বিভাগকে মানসম্পন্ন করার আমাদের দৃঢ় প্রত্যয় রয়েছে।

মাদরাসার ভর্তির বিষয়ে মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আহসান মাহবুব বলেন, ‘আমাদের মাদরাসায় অত্যান্ত মনোরম পরিবেশে ছাত্রদের পড়ানো হয়। তালীম তরবিয়াত ও আমলের মাধ্যমে ‍সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা হয় প্রিয় ছাত্রদের। সার্বক্ষণিক উস্তাদের নেগরানিতে ছাত্রদের পাঠদান করানো হয়। একজন অভিভাবক তার সন্তানকে দীনের যোগ্য দাঈ হিসেবে গড়ে তুলতে মারকাযুল কুরআনকে বেছে নিতে পারেন নির্বিঘ্নে।’

নিচে তালিবুল ইলম ও অভিভাবকের সুবিধার্থে মারকাযুল কুরআনের ভর্তি তথ্য প্রদান করা হল।

ভর্তি তথ্য-১
* ভর্তির তারিখ: ৭-৯ শাওয়াল।
* ভর্তি ফরমের সাথে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি জমা দিতে হবে।
* ভর্তির সময় জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের ফটোকপি জমা দিতে হবে।
* নতুন ছাত্রের ভর্তির সময় অভিভাবক বা তার মনোনীত প্রতিনিধির উপস্থিতি অবশ্যই কাম্য।

ভর্তি তথ্য-২
ভর্তি পরীক্ষার জন্য নির্ধারিত কিতাব
বর্ষ : ১ম

১. হিফজুল কুরআন (হাফেজদের জন্য), সহীহভাবে কুরআন পড়তে পারা (গাইরে হাফেজদের জন্য)
২. বিশুদ্ধভাবে বাংলা যে কোন বই পড়তে পারা।

السنة : الثانية
১— الطريق إلى العربية
২— الطريق إلى الصرف
৩—৩ قصص النبيين جـ

 السنة : الثالثة
১— تيسير الفقه الميسر
২—২ القراءة الراشدة جـ
৩— الطريق إلى النحو

السنة : الرابعة
১— ৩الطريق إلى القرآن جـ
২— هداية النحو
৩—১ مختارات من أدب العرب جـ

 السنة : الخامسة
১— مختصر القدوري
২— أصول الشاشي
৩— الكافية

المرحلة : الفضيلة الأولى
১— ১شرح الوقاية جـ
২— نور الأنوار
৩— المقامات الحريرية

المرحلة : الفضيلة الثانية
১—১ تفسير الجلالين جـ
২— ২الهداية جـ২
৩— نور الأنوار (السنة)

المرحلة : التكميل
১— ১مشكاة المصابيح جـ
২—৩ الهداية جـ
৩— نزهة النظر في شرح نخبة الفكر

বি.দ্র. ১) সব বিভাগে ভর্তি পরীক্ষা মৌখিকভাবে নেয়া হবে।
২) কোন ভর্তিচ্ছুক উল্লিখিত কিতাবের কোনটি না পড়ে থাকলে তাকে তার পড়া মৌলিক কিতাব থেকে পরীক্ষা নেয়া হবে।

ভর্তি তথ্য-৩
ভর্তি ফরম : ১০০/—
ভর্তি ফি : ৩৫০০/—
বক্স ফি : ১০০০/— (শুধু নতুন ছাত্রদের জন্য প্রযোজ্য)
মাসিক প্রদেয় : ৩৫০০/— (বেতন + খোরাকি + আবাসন)
যোগাযোগের নাম্বার: ০১৬২১০৮১৯৭৯, ০১৮৫৫৩২১৩৭৫, ০১৭৪০৩৬৩০২৮, ০১৮৫৮৯২৬৭৮০।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ