আওয়ার ইসলাম ডেস্ক: করোনার কারণে বন্ধ থাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো অনলাইনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে ইউজিসির এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
ইউজিসির একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, চলমান পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত দেয়া হয়েছে। এখন নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা করে পরীক্ষা নেয়ার বিষয় ঠিক করবে।
তিনি জানান, অনলাইনে পরীক্ষা নেয়ার বিষয়ে ইউজিসি একটি গাইড লাইন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে। এরপর মন্ত্রণালয় থেকে এ নিয়ে পরিপত্র জারি করলে বিশ্ববিদ্যালয়গুলো সে অনুযায়ী পরীক্ষা নেবে।
করোনা সংক্রমণের কারণে গত বছরের ১৮ মার্চ থেকে দেশর সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অনলাইনে ক্লাস চালিয়ে যাওয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী নেওয়া যায়নি। এ অবস্থায় পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরি থেকে সেশনজটের আশঙ্কতা দেখা দিয়েছে উচ্চ শিক্ষাপীঠগুলোয়।
-এএ