রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


রাবির সিনেট ও প্রশাসন ভবনে তালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ও দুই প্রশাসন ভবনে তালা লাগিয়েছে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। রোববার দুপুর ২টার দিকে সিনেট ও প্রশাসন ভবনে তালা লাগিয়ে দেন তারা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইলিয়াস হোসেন বলেন, শিক্ষামন্ত্রণালয় থেকে দেওয়া চিঠিতে এটা স্পষ্ট যে উপাচার্য দুর্নীতির সঙ্গে জড়িত। উনার মেয়াদ ৬ মে পর্যন্ত। শেষ সময়ে এসে বড় ধরনের অনিয়ম করবে বলে জানতে পেরেছি। উপাচার্য যাতে কোনো ধরনের প্রশাসনিক কার্যক্রম না করতে পারেন তাই আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি।

এর আগে সকাল ৮টার দিকে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে দুপুর ২টায় উপাচার্য বাসভবনের তালা খুলে সিনেট ও প্রশাসন ভবনে তারা তালা ঝুলিয়ে দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আজ সাড়ে ১০টায় এফসি মিটিং ছিল। ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে অবস্থান নেওয়ায় কমিটির সদস্যার ভেতরে যেতে পারেনি। ফলে সভাটি স্থগিত হয়েছে।’

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ