বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

জামালপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ পরিবার নিঃস্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামালপুর সদর উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। তাদের ১২টি শোবার ঘর, ১১টি রান্নাঘর ও ঘরে মজুদ ধান, চালসহ সমস্ত আসবাসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শনিবার (১ মে) সকালে উপজেলার ইটাইল ইউনিয়নের শৈলেরকান্দা সরকারবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার শৈলেরকান্দা সরকারবাড়ি এলাকার নায়েব আলীর শোবার ঘরে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। জামালপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছার আগেই আগুনে ১২টি পরিবারের টিনের তৈরি ১২টি শোবার ঘর ও ১১টি রান্নাঘর পুড়ে ছাই হয়। আগুনে প্রতিটি পরিবারের ধান, চাল ও অন্যান্য ফসল, ছাগল, মুরগি, খাট, চৌকি, ফ্রিজ, শোকেস, ডাইনিং টেবিলসহ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। এতে অন্ততপক্ষে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

ইউএনও লিটুস লরেন্স চিরান গণমাধ্যমকে বলেন, সদরের শৈলেরকান্দায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বলা যায় একেবারেই নিঃস্ব হয়ে গেছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত ১২টি পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে ২০ কেজি করে চাল ও নগদ আর্থিক সহায়তা দেয়া হয়েছে পাঁচ হাজার টাকা করে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাটি তদন্ত করে দেখছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ