আওয়ার ইসলাম ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন ফরমের মূল্য এবারও বেড়েছে। গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ ফি দিতে হবে শিক্ষার্থীদের। ৫৫ টাকা দিয়ে প্রাথমিক আবেদনের পর নির্বাচিত শিক্ষার্থীরা চূড়ান্ত আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ৪টি অনুষদের (এ, বি, সি ও ডি) চূড়ান্ত আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০০ টাকা। যা গত বছর ৬০০ টাকা ছিল।
এ ছাড়া অন্যান্য ইনস্টিটিউট ও অনুষদের জন্য ফি ধরা হয়েছে ৭০০ টাকা। যা গতবারের ভর্তি পরীক্ষায় ছিল ৪০০ টাকা।
প্রতি ইউনিট ও ইনস্টিটিউটে আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থীকে ১১৫৫ বা ৭৫৫ টাকা করে ব্যয় করতে হবে। গত দুই বছরে এই ভর্তি আবেদন ফি বেড়ে হয়েছে দ্বিগুণেরও বেশি।
এ বিষয়ে মুহা. আবু হাসান বলেন, বিগত বছরগুলোতে যেকেউ ভর্তি পরীক্ষায় বসতে পারতো। তবে করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতির কারণে সীমিত সংখ্যক ভর্তিচ্ছুকে পরীক্ষার সুযোগ দেয়া হবে। যেকারণে বিগত বছরের তুলনায় আবেদনকারীর সংখ্যা অনেক কমবে। তবে আগের মতো শিফটভিত্তিক ভর্তি পরীক্ষা নেয়া হবে। অর্থাৎ, শুধু পরীক্ষার্থীর সংখ্যা কমছে, পরীক্ষা আয়োজনের ব্যয় কমছে না। তাই ফি বাড়ানো হয়েছে।
করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করে স্বশরীরেই পরীক্ষা আয়োজন করা হবে বলেও তিনি জানান।
-এএ